Alpana Gram lankamura
পিঠে পুলি উৎসবের আয়োজনে এবারেও তাক লাগালো আলপনা গ্রাম
বাঙ্গালীর ১২ মাসে ১৩ পার্বণের অন্যতম এক পার্বণ হচ্ছে পৌষ পার্বণ। বাংলা ক্যালেন্ডারের ৯ম মাস অর্থাৎ পৌষ মাসের শেষ দিনেই এই উৎসব পালিত হয়। শীতের মরশুমে গরম উনুনে নানা রকমারি পিঠে, পুলি , পায়েস বানিয়ে তা প্রথমে সূর্য দেবতা কে উৎসর্গ করার মধ্যে দিয়ে এই উৎসবের সূচনা হয়। এর পর চলে দিন ভর রকমারি আহার আর বিকেলে হরির লুট। বছরের পর বছর ধরে চলে আসছে এই রীতি। আর এবারেও তার ভিন্ন হলনা। তবে এরই মাঝে এই পিঠে পুলি কে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে কয়েক কিমি দূরত্বে লংকামুড়ায় গড়ে উঠা আলপনা গ্রামে বিগত ৫ বছর যাবত চলছে পিঠে পুলি উৎসব। প্রতিবারের মতোই নানা বাহারি আলপনা আর গরম চায়ের কাপের সাথে পিঠের স্বাদ নিতে এবারে ও শতাধিক লোক পৌঁছে গেছেন ঐ গ্রামে।
এবছর ইংরেজি ১৪ই জানুয়ারি , মঙ্গলবারে পালিত হচ্ছে মকর সংক্রান্তি। আর এদিনই পিঠে পুলি উৎসব শুরু হল আলপনা গ্রামে। চলবে ১৫ই জানুয়ারি তেও। প্রতিবারই ২ দিন ব্যাপি এই মেলার আয়োজন করা হয়ে থাকে।
সংস্কার ভারতীর উদ্যোগে একদিকে যেমন গোটা গ্রামটি নানা আলপনায় সেজে উঠেছে তেমনি রাজ্য সরকারের সহযোগিতা ও উৎসাহে এই গ্রামের মানুষ জন পিঠে পুলি উৎসবের মধ্যে দিয়ে এই দুটো দিন কিছু অর্থ উপার্জনের ও পথ খুঁজে পেয়েছেন।
তবে কেবলমাত্র ২ দিনের মেলার আয়োজন যেন পোষাচ্ছে না। মেলার আয়োজক এবং উপভোগ করতে আসা গ্রাহক এবং পর্যটকেরা ও চাইছেন আগামী দিনে যেন এই মেলার মেয়াদ আরও কিছুটা দীর্ঘায়িত করা হয়।