খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 12 September 2025 - 02:17 AM
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ - ০২:১৭ পূর্বাহ্ণ

Agartala Road News : পুরো নিগমের অপরিকল্পিত ড্রেন সংস্কার হয়ে দাঁড়িয়েছে চরম দুঃখের কারণ

Agartala Road News
1 minute read

Agartala Road News : শহর আগরতলার বুকে এখন চলাচল করতে গেলে আপনার এক মুহূর্তের জন্যে ইচ্ছে করবে যে না, বরং ঘরেই থাকা যাক। এক দিকে বর্ষা কাল তো অন্যদিকে পুরো নিগমের ড্রেন সংস্কারের কারণে দিকে দিকে রাস্তা ঘাটের ভগ্ন দশা। সব মিলিয়ে কাদায় জলে লুটোপুটি খাচ্ছে যাত্রী সাধারণের স্বাভাবিক জীবন জাপন।

এই অবস্থায় ক্ষোভে দুঃখে মস্তিস্ক কাজ করছে না মানুষের। উন্নয়ন এর বিরুদ্ধে আমরা কেউই নই। তবে উন্নয়ন মূলক কাজ হওয়া চাই সুপরিকল্পিত এবং মানুষের সুবিধার জন্য। নাকি মানুষ কে নিত্যদিন অসুবিধায় ফেলে।

কিন্তু আগরতলা পুরো নিগম কর্তৃক শহর জুড়ে যে সংস্কার যজ্ঞ শুরু হয়েছে তাতে করে হিতে বিপরীত হচ্ছে আরও বেশি। রাজধানী আগরতলা শহরে প্রাণকেন্দ্র স্মার্ট সিটির রাস্তা এখন কাদায় জলে পরিপূর্ণ। ১০০ মিটার দূরত্ব আছে p.w.d অফিস । মুক্ত ধারা প্রক্ষা গৃহে রাস্তাঘাট ঠিকঠাক করে দেবার প্রশ্নে গাল ভরা প্রতিস্রুতি দিয়েছে পিডবলু ডি দপ্তর । কিন্তু কোথায় কাজে মিল নেই।

জেইল আশ্রম রোড এলাকায় ড্রেন সংস্কার এর নামে দুধারে রাস্তা কাঁটা তো হয়েছে বটেই তার সাথে রাস্তার মাঝ বরাবর হয়েছে বিশাল কায় গর্ত। ভরে আছে জল। যানবাহন, ছোট গাড়ি, রিক্সা – যাত্রীদের নিয়ে জাতায়াতে নিত্যদিন ভোগান্তির শিকার। ভোগান্তিতে শহর বাসী। রোজ এই নিয়ে ক্ষোভে ফুসছেন জনগণ। কিন্তু হেলদোল নেই দপ্তরের। সামনে পুজো , তার আগেই যদি আগরতলার চেহারার পরিবর্তন না ঘটে তবে পুজোয় দর্শনার্থীদের যে কি বেহাল দশা হতে চলেছে তা ভাবলেই অবাক বনে যেতে হয়।

For All Latest Updates

ভিডিও