Agartala News : নেশা বিরোধী অভিযানে নেমে এক স্থানীয় ও অপর বিহারী যুবক কে আটক করলো পূর্ব আগরতলা থানার পুলিশ। গ্রেফতার হওয়া অভিযুক্তদের ছাড়াতে নাকি দৌড়ঝাঁপ করছেন বিধায়ক। অভিযোগ বিজেপি যুব কার্যকর্তা দের।
উল্লেখ্য, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজির হোসেন নামক এক ব্রাউন সুগার পাচারকারী কে গ্রেফতার করলো পূর্ব আগরতলা থানার পুলিশ। তার সাথে আরও এক বিহারী যুবক কে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, পূর্ব থানার পুলিশ শুক্রবার রাতের বেলা যোগেন্দ্র নগর রেল স্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করে।
নাজির হোসেন ( উরফে হৃদয়) এর বাড়ি আগরতলা ভিআইপি রোড স্থিত শ্রীলঙ্কা বস্তি এলাকায় ও অপর বিহারী যুবকের নাম শ্যাম কুমার সিং বলে জানা গেছে। তাদের সাথে আরো তিনজন ছিল যারা নেশা সামগ্রী সহ পালিয়ে যায় পুলিশ আসার আচ পেয়েই । তবে পুলিশ তাদের কেও ধরতে অভিযান জারি রেখেছে বলে খবর।
এদিকে এই ঘটনার পরপরই নাকি বিরোধী দলীয় এক বিধায়ক ও তার লোকেরা মিলে অভিযুক্ত নাজির কে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্যে তোড়জোড় শুরু করেছে। এমনই অভিযোগ নিয়ে শনিবার পূর্ব থানার দ্বারস্থ হলেন বিজেপি যুব মোর্চা বনমালী পুর এলাকার কিছু যুবকেরা। তারা আটক হওয়া দুজনের বিরুদ্ধে এবং বাকি যারা এই নেশা কারবারীর সাথে জড়িয়ে আছে তাদের কে গ্রেফতার করে কঠোর থেকে কঠোর শাস্তি ব্যবস্থা নেওয়ার জন্য নয় দাবী জানান।
তাদের বক্তব্য শাসক বিজেপি ও রাজ্য সরকার বরাবরই নেশার বিরুদ্ধে আওয়াজ তুলছে। কিন্তু অন্যদিকে বিরোধী দলের এক বিধায়ক এর আশকারায় নাকি এই নাজির হোসেন নেশা কারবার চালিয়ে আসছে। তাকে গ্রেফতার করা মাত্রই বিধায়ক ও তার সঙ্গিদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে নাজির কে ছাড়িয়ে নেবার জন্যে। কিন্তু এমনটা যাতে কোনোভাবেই না হয় এবং অভিযুক্ত যাতে উপযুক্ত সাঁজা পায় সেই দাবী জানালেন তারা।



