Agartala News : রাজধানীর ভাটি অভয়নগর কাঠালতলী এলাকায় চাঁদা না দেওয়ায় এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার পশ্চিম থানায় এ ঘটনায় মামলা দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত পাঁচ বছর ধরে ওই এলাকায় সাতটি ব্যাটারি চালিত রিকশা গ্যারেজ হিসেবে ব্যবহার করে আসছেন রাজীব দেবরায় নামের এক যুবক। প্রতিদিনের মতো গতকাল রাতেও তিনি রিকশাগুলো চার্জে বসিয়ে বাড়ি ফেরার পথে এলাকায় কয়েকজন বখাটে যুবকের মুখোমুখি হন। তাদের মধ্যে সুমিত দাস নামে এক যুবক রাজীবের কাছে ‘হাফতা’ দাবি করে।
রাজীব দেবরায় দাবিকৃত অর্থ দিতে অস্বীকার করলে, সুমিত ও তার সহযোগীরা তাকে মারধর করে বলে অভিযোগ। চিৎকার শুনে রাজীবের বড় ভাই রাহুল দেবরায় ও তাঁদের বাবা-মা ঘটনাস্থলে গেলে তাদেরও আক্রমণ করা হয় বলে অভিযোগ উঠে ।
পরবর্তীতে আহতরা পশ্চিম থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
গোটা রাজ্যে দীর্ঘদিন ধরে একটি চাঁদাবাজ চক্র সক্রিয়, কিন্তু যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে। এখন দেখার বিষয়—আইনশৃঙ্খলা বাহিনী এবার কী পদক্ষেপ নেয়।
ভাটি অভয়নগর কাঠালতলী এলাকায় চাঁদাবাজি নিয়ে ঘটে যাওয়া এই ঘটনাটি সমাজে বেড়ে চলা দুষ্কৃতিকারী প্রবণতার একটি জ্বলন্ত উদাহরণ। দীর্ঘদিন ধরে স্থানীয় চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও সঠিক পদক্ষেপই ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসীর আস্থা ফিরিয়ে আনতে পারে। অপরাধীরা যদি যথাযথ শাস্তি পায়, তবে ভবিষ্যতে এ ধরনের চাঁদাবাজি ও নিরীহ মানুষের ওপর হামলার ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে।



