খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 13 November 2025 - 03:11 PM
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ - ০৩:১১ অপরাহ্ণ

Agartala News : শাসক দলের ক্ষমতা দেখিয়ে অন্যের জমি জবরদখল করেছে সূর্যমণিনগরের মাফিয়া উত্তম

Agartala News
1 minute read

Agartala News : রাষ্ট্র বাদী দলের ক্ষমতা খাটিয়ে এক নেতা তথা জমি মাফিয়া নিরন্তর মানুষ কে ভোগান্তিতে ফেলছে। করছে অবৈধ ভাবে অন্যের জমি দখল। আইন কানুন কে চ্যালেঞ্জ জানিয়ে সাঙ্গপাঙ্গ দিয়ে ত্রাস বহাল রাখার চেষ্টা চালাচ্ছে সে। এমনি এক ঘটনার জেরে ক্ষোভ উজাড় করে দিয়েছেন অবৈধ ভাবে দখল করা জমির প্রকৃত মালিক বুলু রায়।

ঘটনার বিবরণে জানা গেছে, সূর্যমনিনগর বিধানসভার অন্তর্গত চৌমুহনী বাজার লাহোর টিলা এলাকার বুলু সূত্র ধরের চার কানি পিতৃ সম্পত্তি বেশ কয়েক বছর ধরে দখলে নিয়ে রেখছে ঐ এলাকার বিজেপি দলীয় নেতা উত্তম রায়।

রাষ্ট্র বাদী দলের শক্তি এবং প্রভাব খাটিয়ে বুলু বাবুর পিতৃ সম্পত্তি দখল করে রেখেছে সে। এই নিয়ে বুলু সূত্রধর এলাকার মুরুব্বিদের নিয়ে প্রথমে শালিসি সভা করেছিলেন। সভায় উত্তম রায় প্রতিশ্রুতি দেয় যে সে ঐ জায়গা ছেড়ে দেবে। কিন্তু পরে সে তার কথা রাখে নি। বুলু সুত্রধরের জায়গা থেকে নিজের লোভ সরাতে পারেনি ঐ নেতা। তাই প্রতিশ্রুতির খেলাফ করে সে।

অবশেষে নিরুপায় হয়ে বুলু সূত্রধর আইনের দ্বারস্থ হন। চলে মামলা। নিম্ন আদালতে মামলা চলে দীর্ঘদিন। অবশেষে আদালতের রায় মূলে জয়ী হন বুলু সূত্রধর। আদালত উত্তম রায় কে ঐ জমি দখল মুক্ত করতে নির্দেশ দেয়। কিন্তু উত্তম এই রায়ে খুশি ছিল না। সে পুনরায় নিম্ন আদালতের রায় কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে মামলা করে। কিন্তু সেখানেও নিম্ন আদালতের নির্দেশ বহাল থাকে।

অতঃপর আদালতের নির্দেশ মূলে ১২ই নভেম্বর বুধবার কোর্ট থেকে লোক যায় জায়গাটি দখল মুক্ত করতে। কিন্তু এখানে গিয়ে তাদের স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়। উত্তম রায় কোর্টের নির্দেশ জানতে পেরে রাতারাতি ঐ জায়গায় বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে রাখে। যাতে করে কেউ ঐ জমির ভেতরে ঢুকতে না পারেন।

বুলু সূত্রধর এদিন আইনের লোক জন দের সাথে সপরিবারে ঐ জমি তে উপস্থিত হন। কিন্তু স্থানীয় কিছু উত্তম রায়ের সাঙ্গপাঙ্গ মিলে সঙ্গবদ্ধ ভাবে প্রতিরোধ করতে আসে। যা দেখে আইনের লোক ফিরে যেতে বাধ্য হন। পরবর্তী তে উত্তম রায় এর বিরুদ্ধে আরও কড়াকড়ি আইনি ব্যবস্থা গ্রহন করা হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। এভাবে আইনের নির্দেশ কে উপেক্ষা করার ফল খুব একটা ভালো নাও হতে পারে। তবে অভিযোগ রয়েছে, উত্তম রায় শাসক দলীয় নেতা হবার সুবাদে বহু মানুষের জমি দখল করেছে। এখন দেখার আইন তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়।

For All Latest Updates

ভিডিও