Agartala News : শনিবার রাতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আগরতলার পূর্ব থানার পুলিশ কলেজটিলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে হেরোইন ও কফ সিরাপসহ চারজনকে গ্রেফতার করেছে। অভিযানে নেতৃত্ব দেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ।
ওসি সুব্রত দেবনাথ জানান, পুলিশের কাছে খবর আসে যে কলেজটিলা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলছিল। তথ্য যাচাইয়ের পর শনিবার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে প্রথমে দীপতনু সাহা নামে এক ব্যক্তিকে তার দোকান থেকে হেরোইন ও কফ সিরাপসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে চারজনকে আদালতে সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা।
রবিবার আগরতলার পূর্ব থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওসি সুব্রত দেবনাথ বলেন, “নেশার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। সমাজ থেকে মাদককে সম্পূর্ণ নির্মূল করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও জানান, মাদক ব্যবসায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে।
পূর্ব থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং মাদকবিরোধী প্রচারণা আরও বাড়ানো হবে যাতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা যায়।



