Agartala News : শহর জুড়ে ক্রমবর্ধমান চুরি কাণ্ড। এদিকে চোর চক্র কে ধরতে তৎপর পুলিশ। রোজ রাজধানী আগরতলার কোথাও না কোথাও চুরি কাণ্ড ঘটে চলেছে । একই সঙ্গে চোর পাঁকরাও এর তথ্য ও আসছে সামনে। এমনই ভাবে এক চুরি কাণ্ডের তদন্তে নেমে চুরি যাওয়া প্রায় ৯০ হাজার টাকার সামগ্রী উদ্ধার করেছে পশ্চিম থানার পুলিশ।
ঘটনার বিবরণে প্রকাশ, গত ২২ তারিখ আগরতলার রামনগর ৪ নং রোড এলাকার স্পোর্টিং ক্লাবের পাশের একটি দোকান হানা দেয় চোর চক্র। প্রায় ৯০ হাজার টাকার সামগ্রী ঐ দোকান থেকে নিয়ে উধাও হয়ে যায় চোর। চুরির ঘটনা প্রত্যক্ষ করতে পেরে দোকান মালিক অমলেস দত্ত মজুমদার ঘটনাটি জানিয়ে পশ্চিম আগরতলা থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
পশ্চিম থানার পুলিশ যথারীতি একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দেয়। সেই তদন্তের জেরে অবশেষে চোর চক্র ধরা পরে। এদিন তিন জন চোর কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। তার পাশাপাশি উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রী। বেশ কিছু দামি সিগারেট , কপার এর তার সহ বহু সামগ্রী উদ্ধার হয়েছে চোরের কাছ থেকে। যার আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানা গেছে।
এই নিয়ে থানার ওসি রানা চ্যাটার্জি ও সদর এসডিপিও দেবপ্রসাদ রায় এক সাংবাদিক বৈঠক করে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন এবং আগামী দিনেও শহর জুড়ে চোর চক্র দের ট্রেস করে তাদের সমূলে উৎখাত করার ক্ষেত্রে পুলিশের অভিযান জারি থাকবে বলেও আশ্বস্ত করেছেন পুলিশ।