Agartala News : ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মাদক ও অবৈধ মদ বিরোধী বিশেষ অভিযানে বড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ গতকাল ও আজ ধারাবাহিক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিলেতি মদ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ পনেরো হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে জব্দ হওয়া মদ মূলত অবৈধভাবে রাজ্যে প্রবেশ করানো হয়েছিল। এই মদ স্থানীয় বাজারে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্য ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। দুই অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পেশ করা হবে।
পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অবৈধ কার্যকলাপ রোধে একাধিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, “মাদক ও অবৈধ মদ পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের এই সফল অভিযান শুধু স্বাধীনতা দিবসের আগে আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বরং রাজ্যে মাদকমুক্ত সমাজ গড়ার প্রয়াসকেও আরও এগিয়ে নিল।