খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 08:03 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ০৮:০৩ অপরাহ্ণ

Agartala News : মদমত্ত অবস্থায় শহরের বুকে পোস্টার ছিঁড়ে অবশেষে পুলিশের দাবড়ানি খেলো ৯ যুবক

Agartala News
1 minute read

Agartala News : শহরের বুকে সাময়িক তাণ্ডব চালিয়ে পুলিশের জ্বালে ধরা পরে গেল ৯ যুবক। প্রত্যেকেই জনজাতি অংশের এবং অতি অল্প বয়স্ক। উল্লেখ্য, শুক্রবার রাতে মদমত্ত অবস্থায় রাজধানীর গোর্খা বস্তি, শাল বাগান এলাকায় এই যুবকেরা বেশ কিছু পোস্টার ছিঁড়ে ফেলে দেয়।

এছাড়া আরক্ষা দপ্তরের লাগানো কিছু খুঁটি উপড়ে নিয়ে যায়। এই ঘটনা সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন।

অতঃপর শনিবার আগরতলার রাজপথে উশৃংখল চালানো এই ৯ জন যুবক কে গ্রেফতার করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ । এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এসডিপিও সুব্রত বর্মন। তিনি জানান , সিসি টিভি ফুটেজ থেকে দোষী দের শনাক্ত করা হয়।

এর পরেই পুলিশ তাদের তল্লাশি চালিয়ে প্রত্যেক কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। জানা গেছে অভিযুক্ত ৯ জনই বিভিন্ন কলেজে পড়ুয়া ছাত্র। জিজ্ঞাসাবাদে প্রাথমিক ভাবে তারা তাদের দোষ স্বীকার করে নেয় এবং জানায় যে তারা এদিন একটি অনুষ্ঠান সেরে মদমত্ত অবস্থায় বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটিয়েছে।

এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য তাদের ছিল কিনা তা এখনও তারা স্বীকার করেনি। তবে এসডিপিও জানিয়েছেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে এবং তাদের ৩০শে নভেম্বর কোর্টে প্রেরন করা হবে। পরবর্তী সময়ে তাদের কে জিজ্ঞাসাবাদ করে আর কিছু তথ্য পাওয়া যায় কিনা তা দেখা হবে।

এছাড়া, সেদিন তাদের প্রত্যেকের সাথেই বাইক , স্কুটি কিংবা গাড়ি ছিল বলে দেখা যায় ভিডিও তে। পুলিশ জানিয়েছেন সেগুলি কেও উদ্ধার করা হবে এবং যে সমস্ত ভিদিও তারা নিয়েছে কিংবা সামাজিক মাধ্যমে ভাইরাল করেছে তাও সিজ করা হবে।

For All Latest Updates

ভিডিও