Birchandra Central Library : বৃষ্টি না থাকলেও বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরি বর্তমানে জলমগ্ন অবস্থায় রয়েছে, ফলে প্রতিদিনই অসুবিধায় পড়ছেন বহু ছাত্র–ছাত্রী।
লাইব্রেরির প্রবেশপথ ও আশপাশের বেশ কিছু জায়গায় নোংরা ও স্থির জল জমে থাকায় পড়ুয়াদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। অভিযোগ, গত এক সপ্তাহ ধরে একই পরিস্থিতি বজায় আছে, কিন্তু সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও পদক্ষেপ দেখা যায়নি।
পড়ুয়াদের কথায়, লাইব্রেরির সামনে ড্রেন থাকলেও সেটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি উপচে পড়ে পুরো এলাকা ভরে যায়। সবচেয়ে উদ্বেগের বিষয়, এখন বৃষ্টি না থাকলেও আগের জমা জল সরেনি। একজন ছাত্র জানান, “অনেক প্রবলেম হয়। জল খুব নোংরা, ড্রেনের জলও মিশে থাকে।
ছয়–সাত দিন ধরে একই অবস্থা।” আরেকজন ছাত্রী বলেন, “বৃষ্টি হলে তো পুরো জায়গাটা ডুবে যায়। কিন্তু এখন তো বৃষ্টি নেই, তবুও জল জমে আছে—কেন এমন হচ্ছে বোঝা যাচ্ছে না।”
স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীরা জানাচ্ছেন, দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হলে লাইব্রেরির অভ্যন্তরে প্রবেশও কঠিন হয়ে উঠবে। বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরির মতো প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্রকে ঘিরে এই ধরনের চিত্র নিঃসন্দেহে উদ্বেগজনক।
ছাত্র–ছাত্রীদের দাবি, দ্রুত স্থায়ী সমাধানের মাধ্যমে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনাই এখন জরুরি।



