খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 21 December 2025 - 02:11 AM
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ - ০২:১১ পূর্বাহ্ণ

Bishalgarh News : বিশালগড়ে ড্রেনের বেহাল দশায় পরিচ্ছন্নতা ও আইনশৃঙ্খলা নিয়ে ক্ষোভ চরমে

Bishalgarh News
1 minute read

Bishalgarh News : বিশালগড় পুর পরিষদের ১০ নম্বর ওয়ার্ডের নিচের বাজার এলাকায় ড্রেন পরিষ্কার না হওয়ায় চরম নোংরামি ও অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরেই জমে থাকা ড্রেনের জল উপচে পড়ে দোকানের সামনে গিয়ে থমকে থাকছে। দুর্গন্ধে নাক চেপে পথচারীরা দ্রুত এলাকা পেরিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে দোকানে প্রবেশ করতেও অনীহা দেখা দিচ্ছে ক্রেতাদের মধ্যে। ফলস্বরূপ বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

দোকানদারদের অভিযোগ, বহুবার কাউন্সিলর ও পুর পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে সমস্যার কথা জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ড্রেনের জল নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় দিনের পর দিন একই অবস্থার পুনরাবৃত্তি ঘটছে। এ কারণে এলাকাজুড়ে মশা-মাছির প্রকোপও ভয়াবহভাবে বেড়ে গেছে বলে দাবি বাসিন্দাদের।

বিশালগড়–বক্সনগর সড়কেও একই চিত্র। মাসের পর মাস রাস্তার পাশের ড্রেনের জল সড়কে ছড়িয়ে পড়ে আছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বারবার অভিযোগ জানিয়েও কাউন্সিলর কিংবা পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থের কাছ থেকে কোনো বাস্তবসম্মত উদ্যোগ পাওয়া যায়নি। ফলে দোকান চালানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার সকালে সংবাদমাধ্যমের কাছে এসে ব্যবসায়ীরা তাঁদের ক্ষোভ উগরে দেন। তাঁদের প্রশ্ন—“দীর্ঘদিন ধরে এই জলাবদ্ধতার ঘটনার পরেও প্রশাসন কেন নীরব?”

এখন এলাকাবাসীর নজর সংবাদ প্রকাশের পর প্রশাসনের ভূমিকার দিকে। তারা আশা করছেন, তড়িঘড়ি সমাধানের উদ্যোগ নেবে সংশ্লিষ্ট দপ্তর, যাতে বাজার এলাকা আবারও স্বাভাবিক পরিবেশে ফিরতে পারে।

For All Latest Updates

ভিডিও