খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 21 December 2025 - 12:36 AM
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ - ১২:৩৬ পূর্বাহ্ণ

Bishalgarh News : বিশালগড় রেলস্টেশনে অজ্ঞাত নাবালক উদ্ধারে উত্তেজনা ছড়াল এলাকায়

Bishalgarh News
1 minute read

Bishalgarh News : বুধবার দুপুরে বিশালগড় রেলস্টেশন চত্বরে এক অজ্ঞাতপরিচয় নাবালক উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, স্টেশনের রেললাইনের মাঝামাঝি অংশে বসে থাকতে দেখা যায় শিশুটিকে। প্রথমে কেউই বুঝতে পারছিলেন না সে কীভাবে সেখানে পৌঁছেছে, কিংবা তার পরিচয় কী।

স্থানীয়রা পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত শিশুটিকে সেখানে থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসে এবং অবিলম্বে রেলস্টেশনের জিআরপি থানাকে খবর দেয়। পুলিশ শিশুটিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে তার বাড়ি দক্ষিণ ত্রিপুরার উদয়পুর এলাকায়। তবে কীভাবে সে বিশালগড় পর্যন্ত এসেছে, সে বিষয়ে শিশুটি স্পষ্টভাবে কিছু জানাতে পারেনি।

ঘটনার খবর পেয়ে চাইল্ডলাইন দপ্তরের কর্মীরাও স্টেশনে পৌঁছে যান। তারা শিশুটির শারীরিক অবস্থা ও নিরাপত্তা যাচাই করে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যান। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শিশুটিকে সিডব্লিউসি–র কাছে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

এদিকে এই ঘটনাকে ঘিরে স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যেও একটি উত্তেজনা ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়। এদিকে শিশুটির পরিবারের সন্ধান পেতে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিশালগড় রেলস্টেশনে অজ্ঞাত নাবালক শিশুকে উদ্ধার করার ঘটনাটি যেমন স্থানীয়দের সচেতনতার উদাহরণ, তেমনি প্রশাসনের তৎপরতারও প্রতিফলন। সময়মতো ব্যবস্থা নেওয়ার ফলে শিশুটি নিরাপদে রয়েছে এবং তার সঠিক পরিচয় ও পরিবার খুঁজে পেতে ইতিমধ্যেই উদ্যোগ শুরু হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো দ্রুত সমন্বয় করে কাজ করায় ঘটনাটি সম্ভাব্য বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। এখন আশা করা যায়, শিশুটি তার পরিবারের কাছে দ্রুত ফিরে যেতে পারবে এবং প্রয়োজন হলে তাকে যথাযথ সুরক্ষা ও সহায়তা প্রদান করা হবে।

For All Latest Updates

ভিডিও