খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 18 November 2025 - 08:22 PM
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ - ০৮:২২ অপরাহ্ণ

Tripura Congress News : তিন দফা দাবীতে ধলাই জেলার জেলা শাসকের নিকট কংগ্রেসের প্রতিনিধি মূলক ডেপুটেশান

Tripura Congress News
1 minute read

Tripura Congress News : তিন দফা দাবীর ভিত্তিতে মঙ্গলবার ধলাই জেলা কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয় এক ডেপুটেশান। ধলাই জেলা ধীন আমবাসা জহর নগর স্থিত জেলা শাসকের কার্যালয়ে প্রদেশ কংগ্রেস ধলাই জেলা কমিটির পক্ষ থেকে এই প্রতিনিধিত্ব মূলক ডেপুটেশান প্রদান করা হয়।

উক্ত প্রতিনিধি দলে ছিলেন ধলাই জেলা কংগ্রেস সভাপতি নিধু মারাক, যুব কংগ্রেস প্রদেশ সভাপতি নীল কমল সাহা, মানিক দেব সহ অন্যান্যরা।

উক্ত স্মারকে তিন টি দাবী তুলে ধরা হয় এদিন। দাবী গুলোর মধ্যে রয়েছে,
• ধলাই জেলার গণ্ডা তুইসা মহকুমার হরিপুর এলাকায় ৪০ দিন যাবত নিখোঁজ কাঠ মিস্ত্রী সূর্য মোহন দাস কে অতিসত্বর খুঁজে বেড় করা,
• বিহারের নির্বাচনী ফলাফলের পর রাজ্যে বিজেপি দুর্বৃত্ত দ্বারা ধলাই জেলার কমলপুর সহ একাধিক জায়গায় যে আক্রমণ চালানো হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা,
• কমলপুর শান্তির বাজারে ক্ষতি গ্রস্থ ব্যবসায়ী দের সম্পূর্ণ ক্ষতি পূরণ দেওয়া।

অভিযোগ করে তারা আরও বলেন যে কমলপুর শান্তিরবাজারে ক্ষতি গ্রস্ত ব্যবসায়ী দের কে যে সম্পূর্ণ আর্থিক ক্ষতি পূরণ দেবার কথা ছিল তা দেওয়া হয়নি। কিছু সংখ্যক ক্ষতি পূরণ দেওয়া হয়েছে। তাই এই নিয়ে সরব হয়েছেন তারা।


উক্ত দাবী গুলোর যৌক্তিকতা স্বীকার করেছেন জেলাশাসক। ততসঙ্গে অতিসত্বর বিষয় গুলো খতিয়ে দেখার আশ্বাস ও দিয়েছেন। এখন দেবার বিষয় তাদের এই দাবী দাওয়া গুলি কবে নাগাদ পূরণ হয়।

For All Latest Updates

ভিডিও