Udaipur Cpim News : উদয়পুর কিল্লা এলাকা মঙ্গলবার পরিণত হলো বামপন্থী উচ্ছ্বাসের কেন্দ্রস্থলে। “সমাজতন্ত্রই ভবিষ্যৎ, ভবিষ্যৎ আমাদেরই” — এই জোরালো স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা, যখন ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ (জিএমপি)-এর ১৫তম উদয়পুর মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয় কিল্লা কমিউনিটি হলে।
দিনের শুরুতে সম্মেলনের বহিরাঙ্গন আনুষ্ঠানিকতার অংশ হিসেবে লাল পতাকা উত্তোলন করেন জিএমপি কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জমাতিয়া। কর্মী-সমর্থকদের উত্তেজনা ও উচ্ছ্বাসে চারপাশ তখন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সম্মেলনের মুখ্য বক্তা ও সিপিআই(এম)-এর পলিটব্যুরো সদস্য জীতেন্দ্র চৌধুরী তাঁর বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন ব্যর্থতা, বিশেষ করে উপজাতি এলাকায় অবহেলা, কর্মসংস্থান কমে যাওয়া এবং গণতান্ত্রিক অধিকার সংকুচিত হওয়ার বিষয়গুলো তীব্রভাবে তুলে ধরেন।
তিনি মন্তব্য করেন—
“জনবিরোধী শক্তির প্রকৃত চরিত্র আজ পরিষ্কার। জনগণের অধিকার রক্ষার একমাত্র পথ সংগঠিত আন্দোলন, আর সেই সংগ্রামের নেতৃত্ব দেবে জিএমপি–সিপিআই(এম)।”
সম্মেলনকে ঘিরে জিএমপি-র সংগঠিত অবস্থান ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে নবউদ্দীপনা লক্ষ্য করা যায়।



