Udaipur News : আজ সোমবার গোমতী জেলার পঞ্চায়েত ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে এক পর্যালোচনা বৈঠক আয়োজিত হয় । উক্ত বৈঠক টির আয়োজন করা হয় উদয়পুর পিআরটিআই প্রশিক্ষণ কেন্দ্রে । এদিনের জেলা পর্যায়ের এই রিভিউ মিটিং এ উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন , গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, জেলাশাসক রিঙ্কু লাথার , বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ আরো অনেকে।
বেলা ১১টা থেকে শুরু হয় এই মিটিং। এই সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা, জেলা পঞ্চায়েত ও ব্লক পঞ্চায়েতের প্রতিনিধিরা, পঞ্চায়েত পর্যায়ের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিভাগগুলির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা।
মূলত এই বৈঠকে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত স্তরের উন্নয়নমূলক কাজের অগ্রগতি, বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পের বাস্তবায়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পানীয় জলের সুবিধা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা প্রকল্প, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং পঞ্চায়েত প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা করতে গিয়ে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন বলেন, জেলা প্রশাসনকে গ্রাউন্ড স্তর থেকেই বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনার পাশাপাশি সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। তৃণমূল স্তরে উন্নয়নই সরকারের মূল লক্ষ্য এবং পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নিয়মিত নজরদারি ও পর্যালোচনা চালানো হবে বলে উনি বিশেষ ভাবে জোর দিয়েছেন।
এদিনের বৈঠকে পঞ্চায়েত স্তরের বিভাগীয় কর্মকর্তারা বিভিন্ন প্রকল্পগুলির অগ্রগতি উপস্থাপন করেন এবং বিভিন্ন বাধা বিপত্তি সমাধানের জন্য করণীয় বিষয়ে আলোচনা করা হয়। গোমতী জেলার উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের সঙ্গে সমন্বয় রাখার বার্তা দেন মন্ত্রী কিশোর বর্মণ।
এদিনের সভা শেষে উপস্থিত প্রতিনিধিরা আরও জানান, এই ধরনের রিভিউ মিটিংয়ের ফলে জেলা পর্যায়ে কাজের বাস্তবিক অগ্রগতি অনেকাংশেই তরান্বিত হয় এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যায়।



