Teliamura News : তেলিয়ামুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে পুলিশ ত্রিশাবাড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ১৭ কেজি ৯০০ গ্রাম, যার আনুমানিক কালোবাজারি মূল্য সাড়ে তিন লক্ষ টাকার বেশি।

পুলিশ জানিয়েছে, আটক দুই যুবকের নাম শ্যামল দেববর্মা ও সন্তোষ দেববর্মা। তাদের মধ্যে একজনের বাড়ি রাধাপুর থানা এলাকায় এবং অপরজন মান্দাই এলাকার বাসিন্দা। ঘটনায় তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।
জানা গেছে ত্রিশাবাড়ি রেলস্টেশন এলাকা বা আশপাশে মাদক উদ্ধারের ঘটনা নতুন নয়। প্রায়ই গাঁজা বা অন্যান্য অবৈধ নেশা সামগ্রী সহ ব্যক্তিদের ধরা পড়তে দেখা যায়। ফলে এই এলাকায় জিআরপি পুলিশের তৎপরতা এবং ভূমিকা নিয়ে প্রশ্ন বারবার উঠছে। নিয়মিত অভিযান চললেও মাদক চক্রের কার্যকলাপ থামছে না বলেই অভিযোগ।
এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, আটক যুবকদের একজন—সন্তোষ দেববর্মা—স্থানীয়ভাবে পরিচিত মথা দলের সক্রিয় কর্মী । রাজনৈতিক অঙ্গনে তাকে দলের নেতৃত্বের ঘনিষ্ঠ বলে জানা যায়। বিশেষত, প্রদ্যুৎ কিশোর দেববর্মার সঙ্গে তার সম্পর্ক ও যোগাযোগ রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। এমনকি তিনি মথা দলের এমডিসি গণেশ দেববর্মার আশ্রয়–প্রশ্রয়ে ছিলেন বলেও দাবি উঠেছে কিছু মহলে।
ফলে প্রশ্ন উঠছে—যে প্রদ্যুৎ কিশোর জাতি ও সমাজের উন্নতির কথা বলে রাজনৈতিক আন্দোলন চালান, তার ঘনিষ্ঠ বলে পরিচিত এক তরুণ যদি মাদকসহ ধরা পড়ে, তাহলে দলের ওপর এর প্রভাব কী হতে পারে এবং এই ঘটনায় দলের শীর্ষ নেতৃত্ব কী প্রতিক্রিয়া জানাবে?
এখন দেখার সন্তোষের আটক হওয়ার পর মথা নেতৃত্ব কী অবস্থান নেয় এবং গোটা ঘটনাকে তারা কীভাবে ব্যাখ্যা করে। পুলিশের তদন্ত চলছে, এবং পরবর্তী পদক্ষেপ এখন সময়ই বলে দেবে।



