Purushottom Roy Barman : ১৫ই নভেম্বর অব্দি সময় বেঁধে দেওয়া হয়েছিল। জবাব আসেনি। নিরুপায় হয়ে আবারো সংবাদ সন্মেলনে বসলেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। রবিবার আগরতলা প্রেস ক্লাবে এই প্রেস মিট করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক পুরুষোত্তম রায় বর্মণ। প্রসঙ্গ, অনিয়িমতি কর্মচারী দের বেশ কিছু দাবী দাওয়া পূরণ।
উল্লেখ্য, রাজ্যের অনিয়মিত কর্মীরা গত ৪ঠা জুলাই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে এক ঐতিহাসিক মহাকরণ অভিযান সংগঠিত করেছিল এবং রাজ্যের মুখ্যসচিবের নিকট ৮ দফা দাবি প্রদান করেছিল, মুখ্যসচিব সেই দিন এসব দাবিগুলির প্রতি সহমত প্রদান করেছিল এবং বরিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন ও অনিয়মিত সংগঠনের অন্যান্য প্রতিনিধিকে আশ্বস্ত করেছিলেন যে অন্যন্য পদাধিকারীদের সহিত আলোচনা করে কী উদ্যোগ নেওয়া যায় দেখবেন।
১৫ নভেম্বর অবধি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। আজ ১৬ই নভেম্বর। গতকাল অব্দি অপেক্ষা করে এখন আবার আন্দোলন কর্মসূচি সংগঠিত করবেন তারা এমনটাই এদিন জানান দেওয়া হয়েছে
।
এদিনের এই সাংবাদিক সম্মেলনের মুখ্য বিষয় হল- যেহেতু রাজ্যের মুখ্যসচিব অনিয়মিত কর্মচারীদের দাবিগুলির প্রতি সহমত পোষণ করে কিছু করার বার্তা দিয়েছিলেন কিন্তু চার মাস অতিক্রান্ত হয়ে গেলেও কিছু উদ্যোগ নিতে পারেন নি, তাই আগামী দিনে এর পরিপ্রেক্ষিতে কি কর্মসূচি নেওয়া যেতে পারে সেই সিদ্ধান্ত গ্রহন করেছে সংগঠন আর তাই জানাই দেওয়া হয়েছে এদিনের বৈঠক থেকে ।
তবে অনিয়মিত কর্মচারী কার্যকর্তাদের সহিত একান্ত আলাপচারিতায় জানা গেছে অনিয়মিত কর্মচারীদের সহিত দীর্ঘ বঞ্চনা এবং রাজ্যের মুখ্যসচিব কথা না রাখার প্রতিবাদে আগামী ১৪ ডিসেম্বর উদয়পুর এবং ২১ ডিসেম্বর ধর্মনগরে গনবস্থান করা হবে ।
রাজ্যবাসীর নিকট অনিয়মিত কর্মচারীদের বঞ্চনার ইতিহাস তুলে ধরা হবে হেন্ডবিলের মাধ্যমে। এরপরও যদি রাজ্য সরকারের ঘুম না ভাঙে তবে জানুয়ারি মাসে আগরতলায় বিরাট কর্মসূচি নেওয়া হবে অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে।
উল্লেখ থাকে, ষোড়শ অর্থ কমিশনের মেয়াদ এক মাস বৃদ্ধি করে নভেম্বরের ৩০ অব্দি করেছিল ষোড়শ অর্থ কমিশন। অনিয়মিত কর্মচারীগণ আশা করে ছিল নভেম্বরের মধ্যে যদি রাজ্য সরকার অনিয়মিতদের সমস্যা দূর করে কমিটেড এক্সপ্রেনডিচারে যুক্ত করে তবে সেই দায়িত্ব কেন্দ্রীয় সরকারের উপর থাকবে এবং সেই অর্থ আগামী দিনে কেন্দ্র থেকে পাবেন তারা। কিন্তু রাজ্য সরকার সেই পথে হাঁটলো না । এর মধ্যে দিয়ে অনিয়মিত সমস্যা যে জিইয়ে রাখা হল তা রাজ্য সরকারের ভাবমূর্তিতেই স্পষ্ট।
যাই হোক, এদিনের সন্মেলন থেকে আসন্ন আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন আইনজীবী। এদিনের বৈঠকে তাছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ, মৃন্ময় চক্রবর্তী, কৌশিক নাথসহ অন্যান্যরা৷



