CPIM Tripura News : ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বারজলা এলাকার একটি ঘটনাকে ঘিরে। বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এনডিএ-র বিজয় উদযাপন করতে বারজলা মণ্ডলের বিজেপি কর্মী-সমর্থকরা নবতুন্নগর কো-অপারেটিভ এলাকার সামনে একটি র্যালি ও পথসভা আয়োজন করেন। ওই সময় প্রকাশ্যে সিপিআই(এম) সমর্থকদের বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা বর্তমানে পুরো ঘটনাকে ঘনীভূত করেছে।
অভিযোগ অনুযায়ী, বারজলা মণ্ডল বিজেপির সম্পাদক তিঙ্কু ব্রত দাস জনসমক্ষে বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এম) কর্মী-সমর্থকদের মারধর, জীবননাশ ও ভবিষ্যতে “দেখে নেবার” হুমকি দেন। ঘটনাস্থল ছিল বারজলা মণ্ডল বিজেপি কার্যালয়ের অদূরে, দিনের আলোয়—যা সিপিআই(এম) সমর্থকদের মধ্যে প্রবল আতঙ্ক ও নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি করেছে।
সিপিআই(এম) নেতাদের অভিযোগ, এই ধরনের বক্তব্য কেবল উস্কানিমূলকই নয়, বরং আইনত দণ্ডনীয়। তাদের মতে, দাসের মন্তব্য ভারতীয় দণ্ডবিধির আওতায় criminal intimidation এবং abetment-এর পর্যায়ে পড়ে। দলের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে এই ধরনের প্রকাশ্য হুমকি বিজেপি সমর্থকদের সহিংসতার দিকে প্ররোচিত করতে পারে, যা রাজ্যের শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভাবনা তৈরি করবে।
ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআই(এম) নেতা অমল চক্রবর্তী জানান, “এটা শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানোর ঘটনা নয়—এটা গণতান্ত্রিক পরিবেশকে আঘাত করার স্পষ্ট প্রচেষ্টা। আমরা চাই প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুক।”
এরই মধ্যে সিপিআই(এম) বারজলা অঞ্চলের পক্ষ থেকে এনসিসি থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। দলটির দাবি, বিরোধী দলের সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
ঘটনাটি নিয়ে স্থানীয় মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। বহু নাগরিকের মত, রাজনৈতিক প্রতিযোগিতা থাকতেই পারে, তবে জনসমক্ষে প্রকাশ্য প্রাণনাশের হুমকি গণতান্ত্রিক মূল্যবোধের বিরুদ্ধে। এখন নজর প্রশাসনের দিকে—তারা কী পদক্ষেপ নেয় সেটাই দেখার।



