খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:33 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:৩৩ পূর্বাহ্ণ

Kalachara CPIM Party Office : কালাছড়ায় সিপিআই এম কার্যালয়ে হামলা– বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভে উত্তাল বিক্ষোভ

Kalachara CPIM Party Office
1 minute read

Kalachara CPIM Party Office : কালাছড়া অঞ্চলে সাম্প্রতিক বিহার নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সিপিআই(এম)-এর অভিযোগ, নির্বাচন কমিশনকে কার্যত অকার্যকর কাঠপুতুলে পরিণত করে ভোটার তালিকা প্রস্তুতি থেকে শুরু করে ভোটগ্রহণ ও গণনা—সমগ্র প্রক্রিয়াকেই প্রহসনে রূপান্তর করেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। তাদের দাবি, এই রাজনৈতিক পরিবেশের সুযোগে বিজয় মিছিলের ছদ্মবেশে কিছু দুষ্কৃতি সিপিআই(এম) কালাছড়া আঞ্চলিক কার্যালয়ে হামলা চালায়।

দলীয় নেতাদের বক্তব্য অনুযায়ী, হামলাকারীরা অফিস ভাঙচুর করে এবং বেশ কয়েকটি মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সিপিআই(এম)-এর স্থানীয় নেতা-কর্মী, গণসংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ দ্রুত ক্ষতিগ্রস্ত পার্টি অফিসের সামনে জড়ো হন। সেখানে তারা হামলার তীব্র নিন্দা ও সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

মানুষের দৃঢ় মনোভাব স্পষ্ট ছিল—“প্রতিটি সন্ত্রাসের জবাব শক্ত প্রতিরোধের মধ্য দিয়েই দিতে হবে।” সেই স্লোগানে সারা বাজারাঞ্চল মুখর হয়ে ওঠে। পরে সংগঠিত হয় এক বিশাল বিক্ষোভ মিছিল, যেখানে এলাকার বহু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।

বিক্ষোভ মিছিল শেষে সম্পূর্ণ বিধ্বস্ত পার্টি অফিসের ভেতরে অস্থায়ীভাবে একটি প্রতিবাদসভা আয়োজন করা হয়। লাল পতাকাকে সামনে রেখে সভার সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ও কৃষক নেতা অজয় দেব। সভায় সিপিআই(এম) নেতারা অভিযোগ তোলেন যে, বর্তমান বিজেপি সরকার গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-নির্যাতন ও আতঙ্কের মাধ্যমে দমিয়ে রাখতে চাইছে।

সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক রতন রায় এবং কালাছড়া আঞ্চলিক কমিটির সম্পাদক জয়নাল উদ্দিন। বক্তারা হামলার তীব্র নিন্দা জানান এবং গণতন্ত্র রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

For All Latest Updates

ভিডিও