Matinagar HS school : প্রধান শিক্ষিকার দৌলতে তলানিতে গিয়ে ঠেকেছে বিদ্যালয়ের পরিকাঠামো। আর তাতেই এক প্রকার ক্ষুব্ধ বিদ্যালয় পরিচালন কমিটি থেকে শুরু করে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।
ঘটনা টি ঘটেছে মতিনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে। অভিযুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নবলক্ষ্মী দেববর্মা। অভিযোগ উনি বিদ্যালয়ে আসার পর থেকে বিদ্যালয়ের সার্বিক অবস্থা বেহাল হয়ে পড়েছে। কোন নিয়ম শৃঙ্খলা নেই। এমনই শিক্ষার্থীদের শিক্ষা দান অব্দি সঠিক ভাবে হচ্ছে কিনা সেদিকে উনার কোনো ধরণের নজর নেই।
গুণধর এই প্রধান শিক্ষিকা পরিচালন কমিটির কাউকে পর্যন্ত পাত্তা দিতে নারাজ। যদি পরিচালন কমিটির চেয়ারম্যান থেকে আরম্ভ করে কোন সদস্যরা আসে বিদ্যালয়ের উন্নতি কল্পে আলোচনা করার জন্য তাদেরকে বসতে পর্যন্ত দেওয়া হচ্ছে না । উল্টে তাদের সাথে দুর্ব্যবহার করছেন ঐ দিদিমণি ।
অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হয়ে উনি নিজেই সময় মত বিদ্যালয় আসছেন না । প্রতিনিয়ত বিদ্যালয়ে ফাঁকি দিয়ে যাচ্ছেন উনি। পরিচালন কমিটিকে ভেঙ্গে দিয়ে নিজের মতো করে যা নয় তাই করছেন এমনটাও অভিযোগ তার বিরুদ্ধে । এভাবে অভিযোগ তুললেন বিদ্যালয়ে পরিচালন কমিটির চেয়ারম্যান শরিফুল ইসলাম।
আরো অভিযোগ গত কয়েক মাস যাবত বিদ্যালয়ের বাউন্ডারির ভিতরে এক শ্রেণীর উশৃঙ্খল যুবকরা প্রতিনিয়ত মদ্যপান করছে। বিদ্যালয়ের দরজা খুলে রেখে ক্লাসরুমে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে সমাজ বিরোধীরা। আর গতকাল রাত্রি বেলা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর কক্ষ থেকে দুইটি ফ্যান চুরি করে নিয়ে যাই চোরের দল শ্রেণিকক্ষের দরজার তালা ভেঙ্গে।
শুধু তাই নয় পানীয় জলের ট্যাঙ্ক এর সমস্ত জলের ট্যাবগুলি চুরি করে নিয়ে যায় চোর। এসব বিষয়ে ও নবও লক্ষ্মী দেবীর কোনো তদন্ত নেই। এমনকি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাফেরা করলেও প্রধান শিক্ষিকা কিছু বলেন না।
এদিকে প্রধান শিক্ষিকাকে গোটা বিষয় নিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন তাদের কথাগুলি সবগুলি বানানো এবং মিথ্যা। তিনি বিদ্যালয়ের উন্নতিকল্পে অনেক কাজ করে যাচ্ছেন আগামী দিনেও কাজ করবেন। এদিকে পরিচালন কমিটির অভিযোগ এলাকার একটি চক্র তাদের নামে দুর্নাম করার জন্য এভাবে মেতে উঠেছেন।
আর সেই সুযোগ কাজে লাগাচ্ছে প্রধান শিক্ষিকা। এদিকে বুধবার রাত্রিবেলা স্কুল থেকে দুটি ফ্যান চুরির ঘটনার ফলে আমতলী থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন পরিচলন কমিটির পক্ষ থেকে। তাদের দাবী চোর চক্র ও তাদের সাথে জড়িত দের যাতে অতিসত্বর খুঁজে বেড় করে পুলিশ। অন্যদিকে এই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ও যাতে জরুরী পদক্ষেপ নেওয়া হয়। অন্যথা মতিনগর স্কুলের শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও তলানিতে গিয়ে ঠেকবে।



