খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 06:41 PM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০৬:৪১ অপরাহ্ণ

Border Gol Chakkar : বর্ডার গোল চক্কর এলাকায় বোমা নিক্ষেপে চাঞ্চল্য — আতঙ্কে ৭ রামনগর

Border Gol Chakkar
1 minute read

Border Gol Chakkar : রাজধানীর উপকণ্ঠে অবস্থিত ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বর্ডার গোল চক্কর এলাকায় ফের অশান্তি। মঙ্গলবার গভীর রাতে শাসক দলের বুথ সভাপতি আমল দাসের বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রাতে হঠাৎ দু’টি বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। আমল দাস জানান, প্রথমে তিনি ভেবেছিলেন ট্রান্সফরমার ফেটেছে, পরে বাইরে বেরিয়ে দেখেন বাড়ির সামনের দেয়ালে বিস্ফোরণের চিহ্ন। তাঁর বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও, আশ্চর্যের বিষয়—ক্যামেরায় কিছুই ধরা পড়েনি।

আমল দাসের অভিযোগ, এই এলাকায় কিছুদিন ধরেই অপরাধীদের আনাগোনা বেড়েছে। স্থানীয়রা রীতিমতো ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছেন। বাজার এলাকায় সন্ধ্যার পর প্রায় দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। অনেকেই জানিয়েছেন, কয়েকদিন ধরেই অচেনা লোকজনকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। তাঁদের সন্দেহ, বাইরের দুষ্কৃতীরাই এই হামলার পিছনে রয়েছে।

এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
তবে এই ঘটনার পর স্থানীয়দের ক্ষোভ চরমে উঠেছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার নিয়ে উঠছে প্রশ্ন । প্রশ্ন – “সুশাসনের জমানায় যদি শাসক দলেরই নেতার বাড়িতে বোমা পড়ে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?”

আমল দাসের দাবি, এই হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, তবে তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে সীমান্তঘেঁষা এলাকায় “বাইরের” দুষ্কৃতী বা এমনকি সন্ত্রাসবাদী উপাদানদের উপস্থিতিও উড়িয়ে দেওয়া যায় না।

এই ঘটনার ফলে বর্ডার গোল চক্কর এলাকাটি এখন কার্যত উচ্চসতর্কতায় রয়েছে, এবং প্রশাসনের ওপর চাপ বাড়ছে দোষীদের দ্রুত গ্রেফতারের জন্য।

For All Latest Updates

ভিডিও