খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:31 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:৩১ পূর্বাহ্ণ

Agartala DYFI News : বর্ডার গোল চক্করে শান্তি-সম্প্রীতি ফিরিয়ে আনার দাবিতে বাম যুব সংগঠনের ডেপুটেশন

Agartala DYFI News
1 minute read

Agartala DYFI News : বর্ডার গোল চক্কর এলাকায় লাগাতার অশান্তির ঘটনাকে কেন্দ্র করে সরব হল বাম ছাত্র ও যুব সংগঠন। মঙ্গলবার রামনগর লোকাল কমিটির পক্ষ থেকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর এসডিপিও-র নিকট একটি ডেপুটেশন প্রদান করে। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে এলাকায় ক্রমবর্ধমান অশান্তির ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং সামাজিক সম্প্রীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নেতৃত্বরা অভিযোগ করেন, প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তারা জানান, যদি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং এলাকায় আরও অস্থিতিশীলতা তৈরি হবে।

রামনগর লোকাল কমিটির প্রতিনিধিরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, এলাকার শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধারে তৎপর ভূমিকা গ্রহণ করতে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করার দাবিও তুলেছেন তারা।

প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপের মাধ্যমেই কেবল এলাকায় স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান ফিরিয়ে আনা সম্ভব।

বর্ডার গোল চক্করে ক্রমবর্ধমান অশান্তি ঘিরে স্থানীয়দের উদ্বেগ এখন চরমে। এই পরিস্থিতিতে বাম যুব ও ছাত্র সংগঠনের ডেপুটেশন প্রশাসনের প্রতি এক গুরুত্বপূর্ণ বার্তা — শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষার দাবি এখন জনস্বার্থের বিষয়। প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ নেয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, তবে এলাকার স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধার সম্ভব হবে। নইলে অশান্তির আগুন আরও ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। তাই এখনই সময়, সংলাপ, সতর্কতা ও কার্যকর প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে শান্তির বার্তা ফিরিয়ে আনার।

For All Latest Updates

ভিডিও