খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:31 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:৩১ পূর্বাহ্ণ

Border Gol Chakkar News : গোল চক্কর কাণ্ডে গ্রেফতার চার, তদন্তের স্বার্থে নাম প্রকাশ্যে আনলো না পুলিশ

Border Gol Chakkar News
1 minute read

Border Gol Chakkar News : রবিবার রাতে বর্ডার গোলচক্কর এলাকায় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে চারজনকে আটক করলো পশ্চিম থানার পুলিশ। তবে তদন্ত সাপেক্ষে তাদের নাম প্রকাশ করা হয়নি এখনো। এই নিয়ে আরও একবার ধোঁয়াশা বাড়ছে।

প্রসঙ্গত কয়েকদিন আগেই ঐ এলাকার কিছু লোক পশ্চিম থানার দ্বারস্থ হয়ে অর্ঘজিত ও অমল নামের দুই শাসক দলীয় নেতা ও তাদের সাঙ্গপাঙ্গ দের নামে মামলা দায়ের করেছিলেন। অভিযোগ তারা অকারনেই স্থানীয়দের কে নানাভাবে উত্যক্ত করছে। এমনকি পিস্তল নিয়ে তাদের কে প্রাণে মারার ও হুমকি দিয়েছে। সাথে সাথেই নাকি পুলিশ ঘটনা স্থলে যান এবং মীমাংসা করার চেষ্টা করেন।

কিন্তু ৪৮ ঘণ্টা অতিক্রমের আগেই আবারো উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। অভিযুক্তদের সাথে আবারো কয়েক জন এর মৌখিক বিবাদ অবশেষে হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। বাইক ভেঙ্গে দেওয়া সহ দোকান পাট জ্বালিয়ে দেওয়া হয় রবিবার রাতে। আর খবর পেতেই আবারো ছুটে যায় পুলিশ। রাতেই সিআরপিএফ বাহিনী মোতায়েন করে মার্চ করা হয়।

গতকাল এর ঘটনার জেরে চার জন কে পুলিশ হেফাজতে নিয়ে এসেছে বলে আজ সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন এডিশানাল এসপি ধ্রুব নাথ। উনি আরও জানিয়েছেন এই ঘটনার তদন্তে আরও কয়েকজন গ্রেফতার হতে পারেন। কিন্তু তদন্ত সাপেক্ষে গ্রেফতার হওয়া চার জনের নাম নেননি তিনি। এই নিয়ে যদিও আবারো সন্দেহ দানা বাঁধছে। নাম না নিয়ে আবার কোনো প্রকারে দোষী দের পাড় পাইয়ে দেবার চেষ্টা চালাচ্ছে না তো পুলিশ ? এমনটাও গুঞ্জন এলাকা জুড়ে।

এদিকে কে বা কাহারা একে সাম্প্রদায়িক বিভাজনের রূপ দিতে চাইলেও কোন ধরনের সাম্প্রদায়িক গন্ডগোল নয় বলে স্পষ্ট জানিয়েছেন অ্যাডিশনাল এসপি ধ্রব নাথ। সাধারণ ঘটনাকে কেন্দ্র করেই এই উত্তেজনা এবং মারপিটের ঘটনা বলে আজ পশ্চিম থানায় সাংবাদিক সম্মেলনে জানায় অ্যাডিশনাল এসপি ধ্রুব নাথ।

অ্যাডিশনাল এসপি ধ্রুব নাথ ছাড়াও আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী।

For All Latest Updates

ভিডিও