Bamutia Nayan Sarkar : বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বহু রাস্তার সংস্কার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বাম বিধায়ক নয়ন সরকারের হাত ধরে। এখনো যে সমস্ত রাস্তা গুলো সংস্কার করা হয়নি, সেগুলিও অতি দ্রুত সংস্কার করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
উল্লেখ্য, দলীয় কাজে বিগত বেশ কিছুদিন ধরে রাজ্যের বাইরে ছিলেন তিনি। সেই সুযোগে বামুটিয়া কেন্দ্রের বেশ কিছু রাস্তা সংস্কারের ক্রেডিট কুড়িয়ে নেবার চেষ্টা চালায় এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস। এই খবর ও পেয়েছেন বর্তমান বিধায়ক। যে রাস্তা গুলি উনি সংস্কার করিয়েছিলেন সেগুলো কে নিজের নাম দিয়ে বড়াই করে প্রচার করার চেষ্টা চালিয়েছিলেন প্রাক্তন বিধায়ক। কিন্তু কাজ হয়নি।
এদিকে দলীয় কাজ সেরে বহিঃরাজ্য থেকে রাজ্যে ফিরেই নিজ এলাকা চষে বেরাচ্ছেন বিধায়ক নয়ন সরকার। রবিবার বামুটিয়ার অন্তর্গত বড়জোস মনিপুরী পাড়ার রাস্তা, তুফানিয়া লুঙ্গা পূর্ব পাড়া এবং পশ্চিমপাড়ার বেশ কিছু রাস্তা পরিদর্শন করেন তিনি।
রাস্তাগুলো যাতে নতুনভাবে পাকা করা হয় এবং মেরামত করা হয় তার জন্য উনি পূর্বেই একবার নাবার্ড এর নিকট চিঠি প্রেরন করেছিলেন। কিন্তু এখনো পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ নিয়ে তাদের পক্ষ থেকে কোনো হেলদোল দেখা যায়নি। অতঃপর তিনি পুনরায় এই রাস্তা গুলো সংস্কার করার বিষয় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানাবেন এবং চিঠি প্রেরন করবেন বলে জানান এদিন।
বামুটিয়ায় ২০২৩ এ বিধায়ক হিসেবে দায়িত্ব ভাঁড় গ্রহনের পর থেকেই একের পর এক উন্নয়নের ধারা ধরে রেখেছেন বিধায়ক নয়ন সরকার। বেশ কিছু জায়গায় বিধায়ক তহবিল থেকে অর্থ ঢেলে ও উনি কাজ করিয়েছেন। আজকে যে রাস্তা গুলি উনি পরিদর্শন করেছেন সেগুলি ও অতিসত্বর সংস্কার করা হবে বলে জানান উনি।
উনি আশা রাখছেন রাস্তা গুলার কাজ অতি দ্রুত করা হবে এবং জনগণ তাতে উপকৃত হবেন। এদিন উনার পরিদর্শন কালে গ্রাম বাসী ও উনার সাথে পায়ে পা মিলিয়ে এলাকা ঘুরে বেড়ান। তাদের সমস্যাদি নিয়ে বিধায়কের সাথে আলোচনা করেন এবং বিধায়ক এর কাছে অতি দ্রুত তাদের সমস্যা গুলো সমাধানের আর্জি জানান। বলা বাহুল্য , বামুটিয়া বাসী বিধায়ক নয়ন সরকারের প্রতি আশাবাদী যে উনি ই পারবেন বামুটিয়া বাসীর সর্ব ধরণের সমস্যার সমাধান দিতে।



