খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 06:41 PM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০৬:৪১ অপরাহ্ণ

BJP Press Meet : বিজেপি আয়োজিত একতা মার্চ এর গুরুত্ব, প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত জানিয়ে সাংবাদিক বৈঠক বিজেপি কার্যালয়ে

BJP Press Meet
1 minute read

BJP Press Meet : সর্দার বল্লব ভাই প্যাটেলের ১৫০ তম জন্ম দিবস কে কেন্দ্র করে বহু বিধ কর্মসূচী হাতে নিয়েছে বিজেপি সরকার। তারই অঙ্গ হিসেবে আয়োজিত হতে চলেছে “ একতা মার্চ “। কেন এই আয়োজন, কি এর তাৎপর্য সেই নিয়ে সর্ব সাধারণ কে অবগত করবার উদ্দেশ্যে আজ ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক এর আহ্বান করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মিডিয়া ইন চার্জ সহ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা।

১৮৭৫ সালে জন্ম গ্রহন করেছিলেন সর্দার বল্লব ভাই প্যাটেল। ভারতের স্বাধীনতা আন্দোলনে যার নাম অন্যতম গুরত্ব পূর্ণ ভূমিকা পালন করে। এ বছর ২০২৫ সালে তাঁর ১৫০ তম জন্ম দিবস উদযাপিত হয়েছে। বিশেষ করে আরএসএস পরিচালিত বিজেপি দল বল্লব ভাই প্যাটেলের জন্ম দিনটি উৎসবের মেজাজে উদযাপন করেছে। একই ভাবে এই দিবস কে কেন্দ্র করে বহু কর্মসূচী হাতে নেওয়া হয়েছে যার একটি হচ্ছে “ একতা মার্চ “।

৩১শে অক্টোবর ইউনিটি রান তথা একতা দৌড় আয়োজিত হয় রাজ্যের বহু অংশে। একই ভাবে আগামী ১০ই নভেম্বর থেকে রাজ্যের ৮ টি জেলা তে এই একতা মার্চ আয়োজিত হবে। তাঁর জন্যে প্রত্যেক দিন প্রত্যেক জেলা তে ৮-১০ কিমি ইউনিটি মার্চ এর আয়োজন করা হচ্ছে বলে জানালেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

এই ইউনিটি রান তথা একতা মার্চ করার পেছনে একটি উদ্দেশ্য রয়েছে। কি সেই উদ্দেশ্য ? রাজীব ভট্টাচার্য জানান, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই এক দেশ শ্রেষ্ঠ দেশ এর শ্লোগান দিয়ে আসছেন। এছাড়া তিনি বলেন, এক দেশ আত্ম নির্ভর দেশ। উনার বার্তার মধ্যে দিয়ে দেশের ঐক্যতা কে ধরে রাখা এবং সুদৃঢ় করার বার্তা প্রেরিত হয়। তাই এই ইউনিটি রান সেই ঐক্যতা কে ধরের রাখতে একটি বার্তা প্রেরক হিসেবে কাজ করবে।

সর্দার বল্লভ ভাই প্যাটেল , একজন লৌহ পুরুষ, যিনি দেশের সর্ব ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যতা কে ধরে রাখতে অগ্রনী ভূমিকা পালন করে গেছেন। ১৯৪৭ সালে যখন ভারত স্বাধীন হয় তৎকালে ত্রিপুরার আগরতলা ও পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যেত যদি না সর্দার বল্লভ ভাই প্যাটেল এগিয়ে এসে বাঁধা হয়ে দারাতেন। তাই আজ ত্রিপুরার অস্তিত্বের পেছনে ও উনার অসীম ভূমিকা রয়েছে। তাই উনাকে মর্যাদা দিয়ে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা কে সমর্থন করে উনার দর্শানো পথে অগ্রসর হয়েই এই একতা মার্চ করা হচ্ছে বলে ব্যাখ্যা দেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

For All Latest Updates

ভিডিও