খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:30 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:৩০ পূর্বাহ্ণ

Streets of Tripura lens 4.O : স্ট্রিটস অফ ত্রিপুরার উদ্যোগে আয়োজিত লেন্স ৪.০ ফটো এক্সিবিশন

Streets of Tripura lens 4.O
1 minute read

Streets of Tripura lens 4.O : ত্রিপুরার অন্যতম প্রতিস্থান স্ট্রিটস অফ ত্রিপুরার এবছরের ফটো এক্সিবিশানের ৪র্থ তম এডিশান এর আয়োজন হয়ে গেল নজরুল কলা ক্ষেত্রে। প্রতি বছরের মতোই এবারেও রাজ্য ও বহিঃরাজ্যের প্রফেশানাল ও নন প্রফেশানাল বিভিন্ন ফটো গ্রাফার দের ফটো এক্সিবিট করা হয়েছে।

মোট ১৩০ টি ভিন্ন ভিন্ন ফতএক্সিবিট করা হয়েছে। যার মধ্যে ৪০ জন বহিঃ রাজ্যের এবং বাকিরা ত্রিপুরা রাজ্যের অংশ গ্রহন কারী। আজকের এই এক্সিবিশানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন করমছড়া কেন্দ্রের তিপ্রা মথা দলীয় বিধায়ক পাল ধাংশু। এছাড়া ছিলেন স্ট্রিটস অফ ত্রিপুরার সভাপতি কৌশিক দেব সহ অন্যান্যরা।

এই আয়োজনের মধ্যে দিয়ে সমস্ত ছবি প্রেমী এবং ছবি তুলতে পছন্দ করেন এমন প্রত্যেক টি ব্যক্তি কে একটি ওপেন প্ল্যাট ফর্ম দেওয়াটাই মূল উদ্দেশ্য। বিধায়ক পাল ধাংশু এই আয়োজনের ব্যাপক প্রশংসা করেছেন এবং আগামী দিনেও যাতে এধরণের আয়োজন অব্যাহত রাখা হয় সেই বার্তা ও দিয়েছেন।

এবছরের তাদের এই উদ্যোগ চতুর্থ তম বর্ষে পদার্পণ করছে। প্রতি বারের মতোই এবারেও দর্শক দের ভিড় লক্ষ্য করা গেছে। শহর কিংবা গ্রামের অলি গলি, প্রকৃতি, পাহাড়, জল, নদী, পাখি, গবাদি পশু , সাধারণ জনজীবন সমস্ত কিছুই স্থান পেয়েছে এবারের প্রদর্শিত ছবি গুলিতে। যা দর্শক দের ও মন কেড়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না।

For All Latest Updates

ভিডিও