খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 13 November 2025 - 04:20 PM
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ - ০৪:২০ অপরাহ্ণ

Pradyut Bikram Manikya : মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রদ্যুত মানিক্য, আলোচনার বিষয় বস্তু জনজাতি উন্নয়ন

Pradyut Bikram Manikya
1 minute read

Pradyut Bikram Manikya : রাজ্য রাজনীতি তে নিত্যদিন নতুন নতুন চমক নিয়ে হাজির থাকছেন মথা সুপ্রিমো প্রদ্যুত বিক্রম মানিক্য। সম্প্রতি দিল্লী তে নর্থ ইস্ট এর সমস্ত রাজ্য গুলোর আঞ্চলিয় দলীয় প্রতিনিধিরা ঐক্য বদ্ধ ভাবে জনজাতি দের হয়ে এক মঞ্চ থেকে লড়াই করার আহ্বান দিয়েছেন।

প্রদ্যুত কি তবে মথা ছেড়ে এবার নতুন দলে সামিল হবেন, সেই প্রশ্নই কার্যত ঘুরপাক খাচ্ছে সবার মনে। এরই মধ্যে শুক্রবার দুপুরে প্রদ্যুত বিক্রম এর গাড়ি বেরুতে দেখা গেল মুখ্যমন্ত্রীর সরকারি বাস ভবন থেকে।

মুখ্যমন্ত্রীর সাথে কি নিয়ে আজকের এই সাক্ষাৎ সারলেন প্রদ্যুত এই প্রশ্ন তুলতেই উনি জানান, এই নিয়ে বিস্তারিত আপাতত কিছু জানাবেন না। কথা চলছে। জনজাতি দের স্বার্থ সম্বলিত বিষয় নিয়েই আলোচনা হয়েছে। সকলে মিলে মিশেই জনজাতি দের উন্নয়নের স্বার্থে কাজ করবেন বলে আংশিক বার্তা দিয়েছেন উনি।

তবে স্পষ্ট ভাবে কোনো নির্দিষ্ট বিষয় বস্তুর উল্লেখ করেন নি। কি হতে চলেছে আগামী দিনে ত্রিপুরার রাজ্য রাজনীতি তে ? বড় কোনো পরিবর্তন নাকি পুরনো ছন্দেই প্রত্যাবর্তন ? থেকে যাচ্ছে সংশয়।

For All Latest Updates

ভিডিও