Bishalgarh News : বিশালগড় মহকুমায় আবারোও ঘটল ছিনতাইয়ের ঘটনা। কন্যাদানের টাকার নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসনকে নিয়ে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে।
বুধবার বিকেলে সঞ্জিত ধর নামে এক ব্যক্তি তাঁর ভাগ্নির বিয়ের জন্য পাঁচ লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন বিশালগড় নিচের বাজার থেকে কমলাসাগরের পথে। ঠিক কমলাসাগর ২ নম্বর গেট এলাকায় দুই বাইকে আসা পাঁচজন দুষ্কৃতী সেই টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পুলিশ একজনকে আটক করেছে, কিন্তু বাকি চারজন এখনও পলাতক।
জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে পর্যাপ্ত টহল নেই, রাতে রাস্তায় নিরাপত্তা কার্যত অদৃশ্য। কয়েকদিন বন্ধ থাকার পর আবারও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আতঙ্ক বাড়িয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। প্রশাসন ও সরকারের তৎপরতা নিয়ে ক্ষোভও বাড়ছে। মানুষ জানতে চাইছে — “ছিনতাই, চুরি, মাদক—সব কিছু বাড়ছে, অথচ নিরাপত্তা কোথায়?”
এমন পরিস্থিতিতে প্রশাসনের দায়বদ্ধতা ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিশালগড়ের মানুষের একটাই প্রশ্ন — “আমরা কি নিরাপদ?”
প্রতিবার ঘটনার পর তদন্তের আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবে পরিবর্তন আসে না। প্রশাসন যেন শুধু কাগজে কলমে দায়িত্ব পালন করছে। সাধারণ মানুষের করের টাকায় গঠিত এই নিরাপত্তা ব্যবস্থা যদি জনগণের জীবন রক্ষা করতে না পারে, তবে সেই ব্যবস্থার উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠবে।
সরকারের প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে— কারণ প্রতিবারই প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তব ফলাফল শূন্য। স্থানীয়দের অভিযোগ, উন্নয়ন ও নিরাপত্তার বড় বড় কথা বলা হলেও মাঠে নেমে তার প্রমাণ মেলে না।



