Tripura Congress News : রাধানগর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার রাজ্যব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই ও সেবা দল। তাঁদের মূল দাবি—রাজ্যের সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণসহ সাত দফা বাস্তবায়ন। এই কর্মসূচির মাধ্যমে তাঁরা বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনিক অরাজকতা, বেকারত্ব ও মাদক সমস্যার বিরুদ্ধে কণ্ঠ তুলে ধরেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাংবাদিকদের বলেন, “বিজেপির শাসনে গোটা দেশে অরাজকতা নেমে এসেছে। সাধারণ মানুষের দুর্ভোগ প্রতিনিয়ত বাড়ছে। ত্রিপুরায় নেশার ব্যবসা ভয়াবহ আকার নিয়েছে, অথচ সরকার নির্বিকার।” তিনি অভিযোগ করেন, শাসক দলের আশ্রয়ে রাজ্যকে নেশার করিডরে পরিণত করা হচ্ছে, আর প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এমনকি পুলিশের একাংশ রাজনৈতিক প্রভাবের অধীনে চলে গিয়েছে বলে দাবি করেন তিনি।
এই প্রেক্ষাপটে কংগ্রেস সাত দফা দাবিপত্র তুলে ধরে। দাবিগুলির মধ্যে রয়েছে—
১. মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ,
২. সরকারি দপ্তরের সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ,
৩. সরকারি শিক্ষার বেসরকারিকরণ বন্ধ,
৪. পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়া,
৫. ১২৫তম সংবিধান সংশোধনী বিল অবিলম্বে পাস করা,
৬. ককবরক ভাষাকে রোমান হরফে লেখার সরকারি স্বীকৃতি দেওয়া,
৭. অটো, টমটম ও ই-রিকশা চালকদের হয়রানি বন্ধ করে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ।
কংগ্রেস নেতারা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে সংগঠন। তাঁদের বক্তব্য, “ত্রিপুরার মানুষ পরিবর্তন চায়—অরাজকতা নয়, কর্মসংস্থান ও নিরাপত্তা।”
এই গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলার কংগ্রেস নেতৃবৃন্দ ও শতাধিক কর্মী-সমর্থক। তাঁদের একটাই বার্তা—“ত্রিপুরায় প্রশাসনিক স্থিতি ও নেশামুক্ত সমাজ গড়তে হলে জনগণকেই একসঙ্গে দাঁড়াতে হবে।



