খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 08:20 PM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০৮:২০ অপরাহ্ণ

Kailasahar ABVP News : কৈলাশহরে শিক্ষকের কুকর্মে ক্ষুব্ধ পড়ুয়ারা! রাস্তায় নেমে প্রতিবাদ

Kailasahar ABVP News
1 minute read

Kailasahar ABVP News : এক শিক্ষকের অনৈতিক আচরণের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে কৈলাশহরের ভগিনী নিবেদিতা দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়। দীর্ঘ দুই বছর ধরে চলা অভিযোগের পর অবশেষে পরিস্থিতি চরমে পৌঁছেছে। অভিযুক্ত শিক্ষক অরূপ গোপ, যিনি বিদ্যালয়ের অঙ্ক বিভাগের শিক্ষক, তাঁর বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ ও মানসিক নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের।

বিদ্যালয়ের একাধিক ছাত্রী ও অভিভাবকের দাবি, অরূপবাবু দীর্ঘদিন ধরে ছাত্রীদের প্রতি অশালীন ইঙ্গিত, অযাচিত মন্তব্য এবং কখনও কখনও অনুপযুক্ত শারীরিক আচরণ করতেন। প্রথমে ছাত্রীদের অনেকেই ভয় বা লজ্জার কারণে বিষয়টি প্রকাশ করেননি। তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিযোগের সংখ্যা বাড়তে থাকে, এবং বিষয়টি বিদ্যালয়ের ভিতরে ও বাইরে আলোচনার কেন্দ্রে আসে।

ছাত্র সংগঠন এবিভিপি (ABVP) গত দেড় বছরে একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জমা দিয়েছিল। তারা লিখিত ডেপুটেশনও দেয়, যাতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। কিন্তু অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষ বারবার বিষয়টি এড়িয়ে গেছে।

ঘটনার মোড় ঘোরে সম্প্রতি দশম শ্রেণির এক ছাত্রী অরূপবাবুর অশালীন আচরণের শিকার হওয়ার পর। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিদ্যালয়ের ছাত্রী ও ছাত্র সংগঠনগুলো একজোট হয়ে বুধবার সকালে বিদ্যালয়ের সামনে বিক্ষোভে নামে। পরে তারা কৈলাশহর-ধানপুর রাস্তাও অবরোধ করে, অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে স্লোগান তোলে।

ছাত্র সংগঠন এর এক জন জানান “আমরা বারবার অভিযোগ জানিয়েছি, কিন্তু কেউ আমাদের কথা শোনেনি। এখন আমরা ন্যায় বিচার চাই।” “এমন শিক্ষক যদি ক্লাসে থাকে, তাহলে ছাত্রীরা কিভাবে নিরাপদ বোধ করবে?”

একজন শিক্ষক সমাজের শ্রদ্ধার পাত্র, আর যদি সেই শিক্ষকই এই ধরনের কাজে যুক্ত হন, তাহলে তা শুধু বিদ্যালয় নয়, পুরো সমাজের জন্যই কলঙ্কজনক।

এদিকে স্থানীয় মহলের আশঙ্কা, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

শিক্ষিত মহলে এখন একটাই প্রশ্ন ঘুরছে— “একজন শিক্ষকের এমন আচরণে শিক্ষার পরিবেশ কতটা নিরাপদ?” সমাজে শিক্ষকদের মর্যাদা পুনরুদ্ধার করতে হলে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মত স্থানীয়দের।

ঘটনার পরিপ্রেক্ষিতে সবাই এখন অপেক্ষা করছে, বিদ্যালয় কর্তৃপক্ষ এবার সত্যিই কী পদক্ষেপ নেয়।

For All Latest Updates

ভিডিও