খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 13 November 2025 - 08:58 PM
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ - ০৮:৫৮ অপরাহ্ণ

Bishalgarh News : বিহার নয়, এখন ত্রিপুরাই অগ্রাধিকার — বিশালগড়ে সাংগঠনিক জোর দিচ্ছেন বিধায়ক সুশান্ত দেব

Bishalgarh News
1 minute read

Bishalgarh News : বিহারের নির্বাচনকে ঘিরে রাজ্যের একাধিক নেতৃত্ব ছুটে গিয়েছিলেন ভোট প্রচারে। তাঁদের মধ্যেই ছিলেন বিশালগড়ের বিজেপি বিধায়ক সুশান্ত দেব। তবে এখন তিনি ফের ফিরে এসেছেন নিজের কেন্দ্রে, সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন ত্রিপুরার সংগঠন শক্তিশালী করার কাজে। বিধায়ক নিজেই জানিয়েছেন, বিহারের প্রচারে দল তাঁকে যে দায়িত্ব দিয়েছিল, তা তিনি নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছেন। এখন মূল লক্ষ্য বিশালগড় বিধানসভা কেন্দ্রের সংগঠনকে আরও মজবুত করা।

মঙ্গলবার দুপুরে বিশালগড়ের গজারিয়া এলাকায় অনুষ্ঠিত হয় বিজেপির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় মণ্ডল সভাপতি তপন দাস, বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাসসহ দলের অন্যান্য পদাধিকারী ও কর্মী-সমর্থকরা। আলোচনা হয় দলীয় কার্যক্রমের গতি বাড়ানো, স্থানীয় সমস্যা সমাধান, এবং আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে।

বৈঠকে আগামী ২৮ তারিখ নির্ধারিত বিধানসভা নির্বাচনের প্রাথমিক রূপরেখাও তৈরি করা হয়। সংগঠনকে আরও সক্রিয় করতে বুথভিত্তিক পরিকল্পনা, জনসংযোগ বাড়ানো, এবং নতুন ভোটারদের সঙ্গে যোগাযোগের কৌশল নিয়ে বিশদ আলোচনা চলে।

বিধায়ক সুশান্ত দেব বলেন, “দল আমাকে বিহারের দায়িত্ব দিয়েছিল, তা সম্পূর্ণ করেছি। এখন আমার সমস্ত মনোযোগ নিজের কেন্দ্রে। ত্রিপুরা বিজেপির সংগঠনকে শক্তিশালী করাই এখন প্রধান লক্ষ্য।”

সুশান্ত দেবের এই পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে যে আগামী নির্বাচনে তিনি স্থানীয় পর্যায়ে দলীয় কাঠামো আরও মজবুত করতে বদ্ধপরিকর। বিহারের প্রচার শেষ করে দ্রুত নিজের কেন্দ্রে ফিরে এসে স্থানীয় সংগঠনের প্রতি তাঁর দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন তিনি।

এখন দেখার বিষয়, এই সাংগঠনিক তৎপরতা বিশালগড়ের নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলতে পারে।

For All Latest Updates

ভিডিও