Jirania Fensideal News : জিরানিয়া রেলস্টেশনে ওয়াগনে করে বিপুল পরিমাণ ফেনসিডিল আসার ঘটনায় ক্রমে প্রকাশ্যে আসছে নতুন তথ্য। এই চাঞ্চল্যকর ঘটনায় সিবিআই ও ক্রাইম ব্রাঞ্চের যৌথ তদন্তে এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার কলকাতা থেকে ধৃত অরুণ ঘোষকে বিমানযোগে আগরতলায় নিয়ে আসা হয়েছে।
সূত্রের খবর, আগরতলার ধলেশ্বর এলাকার বাসিন্দা অরুণ ঘোষের বাড়িতে কিছুদিন আগেই হানা দেয় সিবিআই। তদন্তে উঠে আসে যে তিনি ফেনসিডিল পাচার চক্রের সঙ্গে গভীরভাবে জড়িত। এর পরই কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
অরুণ ঘোষ ছাড়াও আরও দু’জনকে এই ঘটনায় আটক করা হয়েছে। আগরতলা থেকে রাজীব দাশগুপ্ত ও দিল্লি থেকে হিমাংশু ঝাকে গ্রেফতার করে আনা হয়েছে। তিন জনকেই বর্তমানে ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই তিন জনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, যা তদন্তের গতিপথ পাল্টে দিতে পারে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই ফেনসিডিল পাচার চক্রের পেছনে আরও প্রভাবশালী ব্যক্তি বা সংগঠন জড়িত থাকতে পারে। গোটা নেটওয়ার্কটি আন্তঃরাজ্য পর্যায়ে বিস্তৃত বলেই মনে করা হচ্ছে। রাজ্যের বাইরে থেকে ফেনসিডিল এনে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে তা পাচারের পরিকল্পনা ও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে ।
অন্যদিকে, ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের নেশা বাণিজ্যের পুনরাবৃত্তি যেন না ঘটে। তদন্তকারীরা এখন তথ্য যাচাই ও আর্থিক লেনদেনের খতিয়ান খতিয়ে দেখছেন।
সব মিলিয়ে, জিরানিয়া ওয়াগন ফেনসিডিল কাণ্ড এখন রাজ্যের সবচেয়ে আলোচিত অপরাধ তদন্তে পরিণত হয়েছে। আগামি দিনগুলোতে আরও বড় প্রকাশ হতে পারে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।



