Tripura Tourism News : দীপাবলির ঠিক পরেই আবারও বিতর্কে ত্রিপুরা রাজ্য পর্যটন দপ্তর। কয়েক সপ্তাহ আগেই পর্যটন দপ্তরের কিছু পোস্টার ঘিরে বিতর্ক ছড়িয়েছিল রাজ্যজুড়ে। সেই সময় শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের ছবির সঙ্গে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও পর্যটন মন্ত্রীর ছবি ব্যবহার করা হয়েছিল— অথচ কোথাও “ত্রিপুরা পর্যটন দপ্তর”-এর নাম বা লোগো ছিল না। তীব্র সমালোচনার মুখে পড়ে বিষয়টি ‘অজ্ঞাত দুষ্টচক্রের কাজ’ বলে দায় এড়িয়েছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
কিন্তু এবার? পর্যটন উৎসবের প্রস্তুতির মাঝেই আবারো সামনে এসেছে এক নতুন পোস্টার বিতর্ক। আগরতলার রাধানগরসহ শহরের বিভিন্ন এলাকায় লাগানো নতুন পোস্টারগুলোতে দেখা যাচ্ছে— ঠিক একই ধাঁচের বিন্যাস। উপরে শাসক দলের শীর্ষ নেতৃত্বের ছবি, তার নিচে রাজ্যের বিখ্যাত ত্রিপুরা সুন্দরী মন্দিরের ছবি, এবং এবার কিন্তু তার ঠিক নিচেই স্পষ্টভাবে লেখা “Tripura Tourism”।
প্রশ্ন উঠেছে— এবার দায় কার ঘাড়ে চাপাবেন পর্যটন মন্ত্রী? যখন দপ্তরের নাম ও লোগো সুস্পষ্টভাবে মুদ্রিত, তখন কি এবারও ‘দুষ্টচক্র’কে দায়ী করা যাবে?
ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রচারের চেষ্টা চলছে সরকারি উদ্যোগের আড়ালে।
“রাজ্যের মন্দির ও দেবতাদের ছবি ব্যবহার করে সরকারের প্রচার চালানো ধর্মনিরপেক্ষতার পরিপন্থী। এবার স্পষ্ট বোঝা যাচ্ছে, আগের ঘটনাও কোনো চক্রান্ত নয়, ছিল একেবারে পরিকল্পিত।”
ত্রিপুরা ট্যুরিজম ফেস্টিভাল শুরু হওয়ার আগে এই নতুন বিতর্ক নিঃসন্দেহে সরকারের ভাবমূর্তিতে চাপ তৈরি করেছে। এখন দেখার বিষয়, মন্ত্রী সুশান্ত চৌধুরী এবার কীভাবে এই প্রশ্নের জবাব দেন— এটা কি আবারও ‘চক্রান্ত’, না কি সরকারের নিজস্ব প্রচারের মুখোশ খুলে গেল অবশেষে?



