খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 09:58 PM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০৯:৫৮ অপরাহ্ণ

Pradesh Youth Congress : ত্রিপুরায় রেলপথে মাদক পাচার নিয়ে যুব কংগ্রেসের তদন্ত দাবি

Pradesh Youth Congress
1 minute read

Pradesh Youth Congress : ত্রিপুরায় রেলপথ ব্যবহার করে অবাধে হেরোইন, ইয়াবা, কফ সিরাপসহ বিভিন্ন মাদক দ্রব্য পাচারের অভিযোগে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সংগঠনের সভাপতি নীল কমল সাহা রবিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্দেশে এক চিঠিতে এই বিষয়ে দ্রুত তদন্তের দাবি জানান।

চিঠিতে অভিযোগ করেন, সম্প্রতি রাজ্যের বিভিন্ন রেলস্টেশনের মাধ্যমে বিপুল পরিমাণ মাদক প্রবেশ করছে, অথচ পুলিশের হাতে ধরা পড়লেও এর সঙ্গে জড়িত কোনো মূলচক্রের সদস্যকে এখনো গ্রেফতার করা যায়নি। উদাহরণস্বরূপ, জিরানিয়া রেলস্টেশনে সম্প্রতি দুটি পূর্ণ বগি ভর্তি ফেনসিডিলসহ নেশাদ্রব্য বাজেয়াপ্ত করা হলেও কাউকে আটক করা হয়নি বলে অভিযোগ যুব কংগ্রেসের।

তিনি আরও লেখেন, “যেদিন রেলের শিস বাজিয়ে ত্রিপুরার মানুষ উন্নয়নের স্বপ্ন দেখেছিল, সেদিন ছিল এক উৎসবের দিন। কিন্তু আজ সেই একই রেলপথ মাদক পাচারের করিডরে পরিণত হয়েছে। রাজ্যের যুব সমাজ মাদকের কবলে পড়ে ধ্বংসের পথে এগোচ্ছে।”

যুব কংগ্রেসের দাবি, এই মাদক পাচারের পেছনে প্রশাসনিক গাফিলতি এবং রাজনৈতিক প্রভাব কাজ করছে। সাহা অভিযোগ করেন, রেল কর্তৃপক্ষের উদাসীনতা ও শাসক দলের প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়ে এই চক্র নির্ভয়ে কাজ চালাচ্ছে। এমনকি স্থানীয় পুলিশও প্রভাবশালীদের ভয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছে না।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, রেলের মাধ্যমে মাদক পাচারের ঘটনা এখন প্রায় নিত্যনৈমিত্তিক হয়ে উঠেছে, যার ফলে ত্রিপুরা দক্ষিণ-পূর্ব এশিয়ার মাদক পাচারের একটি গুরুত্বপূর্ণ “করিডর”-এ পরিণত হয়েছে।

এই প্রেক্ষিতে যুব কংগ্রেস রেলমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে, অবিলম্বে কেন্দ্রীয় পর্যায়ে তদন্ত শুরু করে দোষীদের গ্রেফতার করা হোক। পাশাপাশি, রেলের সুনাম ও নিরাপত্তা বজায় রাখতে মাদক পাচার রোধে কঠোর নজরদারি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে সংগঠনটি।

For All Latest Updates

ভিডিও