Kailasahar News : কৈলাসহর ফরেস্ট অফিস রোড এলাকায় অবস্থিত একটি মৃৎশিল্পালয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত রাতে অজ্ঞাত দুষ্কৃতীরা নারায়ণের একটি মূর্তির মাথা ভেঙে দেয়। আজ সকালে দোকান মালিক প্রতিদিনের মতো দোকানে এসে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান। তিনি জানান, কে বা কারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছে তা তিনি বুঝে উঠতে পারছেন না। তাঁর সঙ্গে কারও কোনও শত্রুতা নেই বলেও তিনি নিশ্চিত করেছেন।
দোকান মালিক জানান, ভাঙা মূর্তিটি আজই এক ক্রেতার হাতে তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু এই ঘটনার ফলে তিনি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বর্তমানে একটি প্রতিমা তৈরি করতে যথেষ্ট অর্থ ও শ্রম লাগে। কাঁচামালের দাম বৃদ্ধি এবং শ্রমিক সংকটের কারণে এবছর মৃৎশিল্পীদের আয় আগের বছরের তুলনায় অনেক কম। তার উপর এই ধরনের নাশকতামূলক ঘটনার ফলে তাঁর মনোবল ভেঙে পড়েছে।
তিনি আরও বলেন, প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে তিনি এই ব্যবসা করছেন, কিন্তু এই প্রথমবার তাঁর দোকানে এমন নৃশংস ঘটনা ঘটলো। এ কারণে স্থানীয় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। শিল্পী মহলেও ক্ষোভের সুর শোনা যাচ্ছে।
এই ঘটনার জেরে এলাকায় ক্ষোভ ও হতাশার পরিবেশ বিরাজ করছে।



