খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 28 November 2025 - 02:59 AM
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ - ০২:৫৯ পূর্বাহ্ণ

Tripura Charilam News : সংখ্যালঘু ঠিকেদারের বাড়িতে হামলায় বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগে চাঞ্চল্য বিশ্রামগঞ্জে

Tripura Charilam News
1 minute read

Tripura Charilam News : রাস্তার কাজকে কেন্দ্র করে তীব্র বিতর্ক এবং শেষ পর্যন্ত রক্তাক্ত সংঘর্ষ। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশের দিকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ছেচুড়ি মাই গ্রাম পঞ্চায়েতের চ্যাটার্জি কলোনি এলাকায়। বুধবার গভীর রাতে ঠিকেদারের বাড়িতে হামলা চালিয়ে দুইজনকে আহত করার অভিযোগ উঠেছে বিজেপি-র তিন নেতাআনোয়ার হোসেন, আমল দেবনাথ এবং সুকান্ত নামে তিনজনের বিরুদ্ধে। এমনকি অভিযোগ বাড়ির মহিলাদের উপর ও হাত তুলা হয়েছে। তাদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হন দুজন।

জানা গেছে, অভিযুক্ত তিনজনই এলাকার প্রভাবশালী বিজেপি কর্মী। রাস্তার উন্নয়ন প্রকল্পের কাজটি কিছুদিন আগে স্থানীয় এক সংখ্যালঘু সম্প্রদায়ের ঠিকেদারকে দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ, ২৬ অক্টোবর থেকেই ওই কাজ নিয়ে রাজনৈতিক চাপ ও হুমকি আসছিল ঠিকেদারের কাছে। ঠিকেদার জানিয়েছেন, “দিন কয়েক ধরে তারা কাজ বন্ধ রাখার জন্য আমাকে নানা ভাবে ভয় দেখাচ্ছিল। বুধবার রাতে তারা পরিকল্পনা করে আমার বাড়িতে ঢুকে পরিবারের উপর হামলা চালায়।”

ঘটনায় ঠিকেদার এবং তাঁর এক আত্মীয় গুরুতর আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিকেদারের অভিযোগ, হামলাকারীরা শুধু তাঁকে নয়, তাঁর পরিবারের সদস্যদেরও টার্গেট করেছে। তিনি আরও জানান, “পুরো ব্যাপারটা পরিকল্পিত ছিল। এলাকার কিছু রাজনৈতিক নেতা সংখ্যালঘু ঠিকেদারদের কাজে বাধা দিতেই এই আক্রমণ।

এলাকার সাধারণ মানুষ এই ঘটনায় আতঙ্কিত। “রাস্তার কাজ তো উন্নয়নের জন্য হয়, সেটাই যদি রাজনৈতিক প্রতিহিংসার মঞ্চ হয়ে যায়, তবে মানুষ নিরাপদ থাকবে কোথায়?”

For All Latest Updates

ভিডিও