CM Poster Dishonored : গোষ্ঠী কোন্দলে জর্জরিত ত্রিপুরা বিজেপি। এই গোষ্ঠী কোন্দল দিনে দিনে বিশাল আকার ধারন করছে। কারোর উপর রাখি পরানো কে ঘিরে চলছে অত্যাচার, তো অন্যদিকে এক পক্ষের বিরুদ্ধে আরেক পক্ষ প্রকাশ্যে বিশদ্গার করছে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা একটি মঞ্চে দাঁড়িয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সেই সমস্য রাজ্যে চলমান বিভিন্ন অপরাধ মূলক কাজ কর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে উনি যে কোনো এক বিশেষ ব্যাক্তিত্ব কে নিয়ে কটাক্ষের সুরে কিছু উক্তি করেন। আগে দাদার রাজ ছিল। তখন বহু অঘটন ঘটেছে। যা এখন আর হবে না। এর পর উনি স্পষ্ট হিন্দি ভাসায় জানান, দাদা বলতো, “ জো মন মে হ্যাঁ কারো, হাম হ্যাঁ” ।
এটুকুতেই দাদার অনুগতরা তেলে বেগুনে জ্বলে উঠেছে। উনি কোন দাদার কথা বলছেন সেটা স্পষ্ট না হলেও এই বক্তব্যের পর রাজ্য ব্যাপি বিভিন্ন জায়গায় যে প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে তাতে এই দাদার পরিচয় এবং বিজেপির গোষ্ঠী কোন্দল একেবারেই স্পষ্ট। মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে মাটিতে ফেলে রাখা সেই দাদার অনুগতদেরই কাজ। তবে কে এই দাদা ? স্পষ্ট ভাবে জানেন কি আপনারা ?
বিজেপির অন্দর মহলের দুই থেকে তিন গোষ্ঠীর আভ্যন্তরীণ কোন্দল চলছে। রাজ্য বিধানসভা হক কিংবা মন্ত্রী সভা, সর্বত্রই গোষ্ঠী বাজি রয়েছে। এটা প্রকাশ্যে বিজেপি স্বীকার না করলেও তাদের কর্মী দের কার্যকলাপে এগুলো একেবারেই স্পষ্ট। তবে এই কোন্দল এর জেরে রাজ্যের আম জনতা, বিজেপি দলীয় নেতা নেত্রী থেকে শুরু করে সকলেই ভোগান্তির শিকার হচ্ছেন, যা বলার অপেক্ষা রাখে না। এদিকে মুখ্যমন্ত্রীর ফ্লেক্স ছিঁড়ে দলের এই বিবাদ কে আরও স্পষ্ট করে দেওয়া হয়েছে , সেটাও লক্ষণীয় বিষয়।



