খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 28 November 2025 - 02:19 AM
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ - ০২:১৯ পূর্বাহ্ণ

NSUI South Tripura Protest : দক্ষিণের বিলোনিয়ায় এনএসইউআই এর বিক্ষোভ, ছাত্রদের উপর লাঠি চার্জ কারী অফিসারের বরখাস্তের দাবী

NSUI South Tripura Protest
1 minute read

NSUI South Tripura Protest : ত্রিপুরায় মমতার শাসন না হলেও ত্রিপুরা ক্রমেই হয়ে উঠছে মিনি পশ্চিম বঙ্গ। সে রাজ্যে যেমন অধিকার আদায়ের লড়াইয়ে নেমে পুলিশের লাঠির আঘতে রক্তাক্ত হতে হয় শিক্ষার্থীদের একই কালচার ধরা পড়ছে এখন এ রাজ্যে ও ।

যাই হোক, অত্যন্ত নিন্দনীয় হলেও সত্য ঘটনা। ত্রিপুরার শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ি স্থিত রারাই বাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের শিক্ষক বদলির বিরুদ্ধে আন্দোলন করা কে কেন্দ্র করে দুদিন আগে পুলিশ ও স্থানীয় কিছু নেতা { নিশ্চিত ভাবেই শাসক দলীয় } দ্বারা হেনস্থার শিকার হতে হয় তাদের।

শুধু এটুকুই নয়, তাদের উপর রীতিমতো পুলিশ লাঠি চার্জ করে। যাতে ৫ জন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে মাটিতে লুটিয়ে পরে। এর পর তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনা রাজ্যের শিক্ষানুরাগী মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সাথে সাথেই এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছে বিরোধী রাজনৈতিক দলীয় ছাত্র সংগঠন গুলো।

আজ শুক্রবার এনএসইউআই এর পক্ষ থেকে বিলোনিয়া স্থিত পুলিশ সুপার এর কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ দেখানো হয়। পরে দোষীদের অতিসত্বর গ্রেফতারির দাবী জানিয়ে তুলে দেওয়া হয় স্মারক লিপি। এ রাজ্যের শিক্ষা মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী হলেন খোদ মুখ্যমন্ত্রী । অথচ উনার হাতে থাকা দুটো দপ্তরই রীতিমতো তলানিতে গিয়ে ঠেকেছে।

একদিকে পুলিশ প্রশাসন অসহায় দের উপর লাঠি চার্জ করছে। তো সবলের দিকে চোখ তুলে তাকাতেও ভয় পাচ্ছে। অন্যদিকে শিক্ষা দপ্তর রাজ্যের বিদ্যালয় গুলিতে পর্যাপ্ত শিক্ষক অব্দি দিতে ব্যর্থ। আর এই উভয় সমস্যাই সমাধানের আশায় ধুঁকছে। কিন্তু সমাধান মিলছে না। রাজ্য সরকার এর দূরদর্শিতা এবং দুর্বল পরিচালন ক্ষমতার জেরেই আজ রাজ্যের এই অবস্থা। যা নিয়ে বারংবার প্রশ্ন তুলতে গিয়েই আক্রান্ত হচ্ছে যুবারা।

এবার শান্তিরবাজারে শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া এই নেক্কার জনক ঘটনার বিরুদ্ধে পুলিশ আদৌ কোনো ভূমিকা নেয় কিনা সেটাই দেখার বিষয়।

For All Latest Updates

ভিডিও