Jitendra Choudhury News : তিপ্রা মথার অঙ্গ সংগঠন সিভিল সোসাইটির ডাকা বনধ কে ঘিরে বহু বিতর্ক উত্থাপিত হয়েছে। রাজ্য সরকার ও প্রশাসন এর ভূমিকা দেখেও বোঝা গেছে কিভাবে এই বনধ কে পরোক্ষ ভাবে সফল হতে দিয়েছে রাজ্যের সুশাসনের সরকার।
দাবী গুলো ন্যায্য হলেও কর্ম নাশা এই বনধ কে সরকার কোনোভাবেই সমর্থন করবে না বলেই প্রকাশ্যে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু কথায় কাজে মিল পাওয়া গেল না।
মুখ্যমন্ত্রী নিজেই আজ নিজ দফতরে অনুপস্থিত। ততসঙ্গে আরও ৯ জন মন্ত্রী নিজ দফতরে পা রাখেন নি আজ। কারণ বনধ ছিল। গোটা দিন ভর মথার নাট্য মঞ্চস্ত করার পর সন্ধ্যায় এমনই প্রতিক্রিয়া দিয়ে রাজ্য বিজেপি তিপ্রা মথা আইপিএফটি জোট সরকার কে তীব্র ভাষায় বিঁধলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
বুধবার টাকার জলায় এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন যে এই বনধ কে কোনোভাবেই সমর্থন জানায় না বিজেপি সরকার। কিন্তু এদিন সকাল ৫টা থেকে যে বনধ তথা রাজ্যের ৪১ টি স্থানে পিকেটিং চললও তাতে কোথাও রাজ্য সরকার কিংবা রাজ্য পুলিশের ব্যাতিক্রমী ভূমিকা পালন করতে দেখা গেল না। উল্টে মাতাবাড়ি গর্জি এলাকায় মথার বনধ এর সমর্থনে পিকেটিং এ বেড় হওয়া যুবাদের হুংকারে লেজ গুটিয়ে পালালো বিজেপি সমর্থিত ব্যবসায়ীরা এমনটাই অভিযোগ উঠে আসে।
এদিকে তেলিয়ামুরা, কৈলাশহর, বিশ্রামগঞ্জ, খোয়াই সর্বত্র বনধ সফল হয়েছে আর তাতে প্রত্যক্ষ ভাবে পুলিশ মদত যুগিয়েছে। এতে করে আজ রাজ্যের লক্ষ লক্ষ মানুষের রুজি রুটি থমকে গেছে। রাস্তায় বসে কোনো কোনো দূরপাল্লার লড়ি চালক রান্না করে খাবার খাচ্ছেন।
৭ টি রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দিকে দিকে যাত্রী নিয়ে আটকা পড়েছেন যান চালকেরা। এমনকি মাঝ পথে , রেল আঁটকে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু জেনেও রাজ্য সরকার কোনো ধরণের ভূমিকা গ্রহন করেনি। কেন ?
তবে কি এই বনধ কে সর্বতোভাবেই সমর্থন করেনি এই সরকার ? সার্বিক ভাবে বলা চলে সাংবাদিক দের ক্যামেরার সামনে দাঁড়িয়ে বনধ মানছি না বললেও , আড়ালে আবডালে এই বনধ সফল এর ক্ষেত্রে মুখ্যম ভুমিকা পালন করেছেন রাজ্যের বিজেপি জোট সরকার। এদিন এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা।



