খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 28 November 2025 - 02:25 AM
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ - ০২:২৫ পূর্বাহ্ণ

SFI Tripura Protest : মধ্য শিক্ষা পর্ষদের ফি বৃদ্ধিতে নাভিশ্বাস শিক্ষার্থীদের, প্রতিবাদে আবারো গর্জে উঠলো বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই

SFI Tripura Protest
1 minute read

SFI Tripura Protest : সরকারি শিক্ষা ব্যবস্থা , যা এক সময় অবৈতনিক ও বিনামূল্যে প্রাপ্য ছিল সেই সরকারি শিক্ষা ব্যবস্থায় এখন নানা বিধ ফি ঢুকে পড়েছে। পরীক্ষা বাবদ ফি, খাতা রিচেক করাতে গেলে ফি, পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করতে গেলে ফি। সব ক্ষেত্রেই শুল্ক প্রদান করা বাধ্যতা মূলক। কিন্তু সেই শুল্কের হাড় দ্রব্য মূল্য বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে যে দ্বিগুণ হারে বাড়তে থাকবে সেটা অনেকের ই জানা ছিল না।

সম্প্রতি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ বোর্ড পরীক্ষা বাবদ ফি বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। যাতে প্রতিটি ক্ষেত্রে প্রায় ৩ গুন হারে বৃদ্ধি করা হয়েছে এই ফি গুলো। এই নিয়ে রাজ্যের বিভিন্ন ছাত্র দরদী সংগঠন গুলো প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে। এই নিয়ে শিক্ষা ভবনে গিয়ে ডেপুটেশান ও দিয়েছিলেন বামপন্থি ছাত্র যুব সংগঠন এসএফআই ও টিএসইউ। কিন্তু এখন পর্যন্ত ফি পরিকাঠামো পরিবর্তনে কোনো ধরণের ব্যবস্থা নেয়নি পর্ষদ।

আর তাই এক গুচ্ছ ক্ষোভ উগড়ে দিয়ে এবার হুঁশিয়ারি অনুযায়ী আন্দোলনে নেমেছে ছাত্র যুব সংগঠন। শনিবার এস এফ আই ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে বোর্ড পরীক্ষায় ফি বারানোর প্রতিবাদে ছাত্র যুব ভবনের সামনে থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি শহর পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনেতে গিয়ে এক সভায় মিলিত হয়। অনুষ্ঠিত সভায় ছিলেন এসএফআই এর সভাপতি সম্পাদক সহ অন্যান্য ছাত্র যুবারা।

তাদের দাবী একটাই আলোচনার মধ্যে দিয়ে এই ফি পরিকাঠামো পূর্বের জায়গায় ফিরিয়ে নিতে হবে। এই বলে ৭ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল শিক্ষা ভবনের মধ্য শিক্ষা পর্ষদের অধিকর্তা কে। ৭ দিন অতিক্রান্ত হয়ে যেতেই বিক্ষোভে মিলিত হয়েছে এসএফআই। রাজধানী সহ রাজ্যের সব কটি জেলা ও মহকুমা স্তরে সংগঠনের পক্ষ থেকে এই বিক্ষোভ প্রদান করা হয়।

এদিনের বিক্ষোভ মিছিল থেকে আবারো মধ্য শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে বার্তা দিয়ে সম্পাদক সৃজন দেব জানান যদি অবিলম্বে এই ফি প্রক্রিয়া পুনঃ বিবেচনা করে শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের কথা চিন্তা করে নির্ধারিত ফি বাতিল না করা হয় তবে আগামী দিনে এসএফআই গোটা রাজ্য ব্যাপি বৃহত্তর আন্দোলনে সামিল হবে।

For All Latest Updates

ভিডিও