Bishalgarh Tebaria News : সাধু বেশ ধরা এক ব্যক্তি কে ধরে গণধোলাই দিলো এলাকাবাসী। অবৈধ ভাবে হুক লাইন লাগিয়ে বিদ্যুৎ ব্যবহার করছিলো সে। আর সেই তাঁর ছিঁড়ে পরলো এক মহিলার উপর। মৃত্যুর কোলে ঢলে পড়লেন সেই মহিলা। ঘটনায় উত্তেজিত জনতা তাকে ধরে দিলো উত্তম মধ্যম।
এই গোটা ঘটনার জন্যে দায়ী ব্যক্তি সাধুর আসল নাম গোপাল দাস। ২০১৮ সালের আগে থেকেই স্থানীয় বিজেপি নেতাদের সাথে এই সাধুর যোগাযোগ ছিল। সেই নেতাদের মদতেই নাকি দীর্ঘ বছর ধরে অবৈধভাবে বিশালগড় করইমুড়া তেবাড়িয়া এলাকায় খাস জমিতে বসবাস করছেন সাধু গোপাল দাস , এমনটাই অভিযোগ।
বুধবার সকালে অবৈধভাবে বিদ্যুতের হুক লাইন লাগাতে যায় সাধু গোপাল দাস । তখন বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এলাকার এক মহিলা অঞ্জলি সরকারের ওপর । তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মহিলা কে মৃত বলে জানায়। এই ঘটনায় উত্তেজিত হয়ে উঠে তেবাড়িয়া এলাকার জনগণ ।
এলাকার সমস্ত জনগণ বুধবার দুপুরে অবৈধভাবে বসবাস করা সাধু গোপাল দাস কে গণধোলাই দিতে উদ্যত হয়। খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। ধরে নিয়ে যাওয়া হয় সাধু কে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এদিকে অভিযুক্ত গোপাল দাস উরফে জনতার হাত থেকে বাচতে বারংবার দৌড়ে পালাবার চেষ্টা করে। কিন্তু পুলিশের তৎপরতায় তাকে আটক করা সম্ভব হয়।
পুলিশ এবার এই অভিযুক্তের বিরুদ্ধে কি ধরণের পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়।