Kerala Ananda Aji News : কেরলে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। একজন ২৬ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার আনন্দু আজি নিজের জীবন শেষ করে দিয়েছেন আর এসএস এর কারণে। আর সেই ঘটনা সামাজিক মাধ্যমে নিজেই লিখে জানিয়ে গেছেন তিনি। পোস্ট ভাইরাল হতেই রাজনৈতিক মহলে ফের উত্তেজনা।
অভিযোগ আনন্দ আজি ছোট বেলা থেকেই তার পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় তথা আরএসএস কর্মী দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছিল। তার বাবা তাকে আরএসএস সাথে যুক্ত করে ছিলেন। কিন্তু সে আরএসএস এবং তার এক কর্মী প্রতিনিয়ত আনন্দু আজির উপর যৌন নির্যাতন চালিয়েছে। এমনটাই অভিযোগ করেছেন আনন্দ।
এই ঘটনা গোটা রাজনৈতিক ক্ষেত্রে উত্তেজনা তৈরি করেছে। আরএসএস এর মুখে এক প্রকার কালি লেপে দিয়েছে। বিরোধীরা অবশ্য এমনটাই ইঙ্গিত করছে বারবার। আরএসএস এর মুখোশ , বিজেপির মুখোশ খসে পড়েছে এমনটাই উক্তি করেছে কংগ্রেস।
তাই এই ঘটনা নিয়ে বুধবার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস আনন্দুর বিচার এবং RSS এর আসল চেহারা উন্মোচনের দাবিতে তীব্র প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে। মিছিল থেকে যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা আবারো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শাসক বিজেপি ও আরএসএস এর তীব্র সমালোচনা করেছেন। ততসঙ্গে অতিসত্বর দোষী আরএসএস কর্মী কে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়ে সরব হয়েছেন তারা।
এদিন আরএসএস এর পোশাক পরিহিত কুশ পুতুল দাহ করে এই ঘটনার ধিক্কার জানাতে দেখা যায় যুব কংগ্রেস কে।