খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 12 October 2025 - 01:09 AM
রবিবার, ১২ অক্টোবর ২০২৫ - ০১:০৯ পূর্বাহ্ণ

Udaipur News : হনুমানের মাথার ছাঁদ সরিয়ে নেওয়ায় রাস্তা আঁটকে প্রশাসনের কাছে জবাবদিহি চাইলো হিন্দু যুবারা

Udaipur News
1 minute read

Udaipur News : হনুমানের মাথার উপরের ছাউনি সরিয়ে নেওয়ায় পথ অবরোধ করে প্রশাসনের কাছে জবাবদিহি চাইলো কট্টর হিন্দুরা। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে গেল উদয়পুর পৌর পরিষদ এলাকায়। জানা যায় মহকুমা কার্যনির্বাহী আধিকারিক ত্রিদিপ সরকার সহ পৌরপরিষদের টাস্ক ফোর্স থেকে হনুমান মন্দিরের একটি ছাউনি খুলে নেওয়া হয়েছিল। জাতীয় সড়কের পাশে থাকার কারণেই মূলত এই পদক্ষেপ ।

কিন্তু দুই ঘন্টা যেতে না যেতেই আগরতলার সাথে দক্ষিণ ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয় হিন্দু সমাজের কিছু কট্টরপন্থি হিন্দু যুবকরা। যদিও প্রশাসনের বক্তব্য পূর্বে এই বিষয় নিয়ে মাইকিং করা হয়েছিল। সমস্ত বিষয় জেনেও তারা ইচ্ছে কৃত ভাবে এই অবরোধ করেছে ।

জানা যায় অবরোধ কারীরা আরকে পুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা অর্থ মন্ত্রী প্রনজিত সিংহ রায়ের খাস তালুকের লোক। তাদের এই অন্যায্য অবরোধ এর ফলে দুদিকে আঁটকে পরে প্রচুর সংখ্যক গাড়ি। যাত্রী সাধারণ কে পোহাতে হয় দুর্ভোগ। কিন্তু তারা পথ ছারেনি।

জাতীয় সড়ক অবরোধের ঘটনার খবর পেয়ে রাধা কিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলেও রাস্তা অবরোধ উঠাতে পারেনি পুলিশ । অমর সাগর দক্ষিণ পাড়ে শীতলা বাড়ি সংলগ্ন জাতীয় সড়ক বন্ধ হওয়ার ফলে দূরপাল্লার সমস্ত গাড়ি আটকে পড়ে।

দীর্ঘ এক ঘণ্টার ওপর রাস্তা অবরোধ চলতে থাকে । একই সাথে রাস্তা অবরোধ থেকে বিজেপি শাসিত ত্রিপুরায় দাঁড়িয়ে স্থানীয় প্রশাসন থেকে স্লোগানের মধ্য দিয়ে জবাবদিহি চায় অবরোধ কারী কট্টর পন্থিরা। হনুমানের মাথার ছাওনি সরিয়ে দেওয়া হল কেন, এটাই ছিল মূল প্রশ্ন ।

পরবর্তী সময় উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যানের সরকারি কক্ষে আলোচনায় ডাকা হয়। সেখানে অবরোধকারী থেকে শুরু করে মহকুমা শাসক এবং অতিরিক্ত মহকুমা শাসকসহ উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক সকলেই উপস্থিত ছিলেন। দীর্ঘ ২ ঘণ্টার বৈঠকে সমাধান সূত্র বের হওয়ার পর রাস্তা অবরোধ তুলে নেয় অবরোধকারীরা । পাশাপাশি প্রশাসন থেকে জানানো হয় আগামী ১৫ দিনের মধ্যে সমাধান দেওয়া হবে।

প্রশ্ন হচ্ছে, পূর্বে মাইকিং যোগে সমস্ত বিষয় জানানোর পরেও এই আচরণ কি কেবলমাত্র হাই লাইটে উঠে আসার চেষ্টা ? নাকি বাস্তব অর্থেই ভাবাবেগে আঘাত লাগাটাই কারণ ? প্রশাসন ও এই নিয়ে কিছু স্পষ্ট জানাতে পারেন নি। যদিও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এটাই অনেক।

For All Latest Updates

ভিডিও