Tripura Diwali News : দীপাবলি মানেই আলোর উৎসব। দিকে দিকে আলোকিত হয়ে উঠবে গ্রাম শহর নগর , অলি গলি। আর এই দীপাবলি কে কেন্দ্র করে আলোর উৎসের চাহিদা ও ক্রমশই বাড়ছে।
অন্যান্য বছরের তুলনায় এবছর দীপাবলি তে মোমবাতির চাহিদা অনেকটাই বেশি। তাই দিন রাত এক করে মোম বাতি তৈরি তে ব্যস্ত হয়ে পড়েছেন কর্মীরা। আগরতলার জয়নগর এর একটি কারখানা থেকে এমনই ব্যস্ততার ছবি ক্যামেরা বন্দী হল এবার।
তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে মোমবাতি। মাটির তৈরি প্রদীপ এর চাইতে ও মোমবাতির চাহিদা খানিকটা বেশিই থাকে। দামের সাথে পাল্লা দিয়ে বেশিরভাগ মানুষই এখন আর প্রদীপ ক্রয় করতে পারেন না। তাই স্বল্প মূল্যে অধিক পরিমাণে মোমবাতি ক্রয় করে তা দিয়েই নিজের ঘর উঠোন সাজিয়ে তুলেন । শুধুমাত্র দীপাবলি তেই নয়।
লক্ষ্মী পুজো, কালি পুজো থেকে শুরু করে সব রকমের পুজো আর্চা তেই মোমবাতির প্রয়োজনীয়তা থাকে। সেদিকটি মাথায় রেখে সাড়া বছরই মোমবাতি তৈরির কারখানা গুলিতে মোম তৈরি চলতে থাকে। তবে দীপাবলি কে ঘিরে আরেক্তু বাড়তি চাহিদা মেটাতেই এখন অবিরাম পারিশ্রমিক দিয়ে চলেছেন তারা। এমনই জানালেন কারখানার একজন মহিলা কর্মী ।
আগে যদিও দীপাবলি তে প্রদীপ জ্বালানোরই চল ছিল বেশি। কিন্তু সময়ের সাথে সাথে কাঁচা মাটির দাম বৃদ্ধি, তেল , সলতে ইত্যাদির দাম বাড়ার সাথে সাথে প্রদীপ এর চাহিদা যেন কিছুটা ম্লান হয়ে পড়েছে। এর ফলে মোমবাতির দিকেই ঝুকছেন ক্রেতারা। তাই মোমবাতি তৈরির কারখানা গুলোতেও উৎসব এর প্রাক মুহূর্তে মোমবাতি তৈরির ধুম লেগেছে। এরই মধ্যে বাজার জাত হয়ে যাবে প্রচুর পরিমাণে নানা রং বাহারি মোমবাতি।
হাতে গোনা আর কদিন মাত্র। তার পরেই আলোর উৎসবে মেতে উঠবেন সকলে।