Trinamool Party Office Attacked : পুলিশের সামনেই তৃনমূল এর পার্টি অফিসে ভাংচুর। বিরোধী কোনো শক্তিই মাথা তুলে দাড়াতে পারছে না রাজ্যে। এবার পশ্চিম বঙ্গের রেশ টেনে ধরে বিরোধী প্রদেশ তৃনমূল এর কার্যালয়ে আক্রমন চালালো বিজেপি আশ্রিত দুষ্কৃতী এমনটাই অভিযোগ।
কিছুদিন পূর্বে পশ্চিমবঙ্গে ত্রান বিতরণ কোর্টে গিয়ে জনরোষের শিকার হয় বিজেপির দুই নেতৃত্ব। সেই ঘটনার জেরে সরাসরি সেখানকার শাসক শিবির তৃনমূল এর দিকে উঠেছে আঙ্গুল । ঐ ঘটনারই রেশ টেনে এবার আগরতলা স্থিত প্রদেশ তৃনমূল কার্যালয়ে হামলা চালালো বিজেপি সমর্থিত এক দল যুবারা ।
উল্লেখ্য, পশ্চিম বঙ্গে বিজেপি সাংসদ আক্রমণের ঘটনার অভিযোগ তুলে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় বিজেপির সদর আরবানের পক্ষ থেকে। মিছিলটি রামঠাকুর সংঘ থেকে যাত্রা শুরু করে মোটর স্টেন্ড এ তৃনমুল কংগ্রেসের প্রদেশ কার্যালয়ের সামনে গিয়ে আরও উত্তেজিত হয়ে পরে। কিছু ক্ষুব্দ যুবক পার্টি অফিসের উপর আক্রমণের চেষ্টা চালায়। ঢিল ছুড়াছুড়ি হয়।
পুলিশের সামনেই তৃনমূল কংগ্রেসের পতাকা সহ ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়। কিন্তু পুলিশ সেখানে ঠুঁটো জগন্নাথ এর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে সমস্ত দৃশ্য। ওদিকে আক্রমণ শুরু হবার বেশ কিছুক্ষণ পর বিজেপির দুই তাবড় নেতা নাম কা ওয়াস্তে আক্রমণ থামাতে তৎপর হয়ে উঠেন। এমনটাই বক্তব্য তাদের। যদিও সাংবাদিকের ক্যামেরায় যে চিত্র ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে হামলা কারীদের আটকাতে কোনো ধরণের ভূমিকা নেয়নি নেতারা। বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো তামাশা টাই উপভোগ করেছে।
তাদের মধ্যেই একজন তৃনমূল কংগ্রেসের দিকে তোপ দেগে পশ্চিমবঙ্গে বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ এর ঘটনার নিন্দা জানিয়ে সরব হন। যদিও , ত্রিপুরা রাজ্যে বিরোধী শিবিরের বর্তমান অবস্থা ঠিক কি, সেটাও সচেতন মহল খুব ভালো ভাবেই ওয়াকিবহাল। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিরোধী শিবির এর আক্রান্ত হবার ঘটনায় রাজ্য বিজেপি যেভাবে মায়া কান্না জুড়ছে তা অনেকের কাছেই হাসির খোঁড়াক হয়ে উঠেছে । উনি বলছেন পশ্চিমবঙ্গে নাকি কোনো গণতন্ত্র নেই। ত্রিপুরা রাজ্যে সেই গণতন্ত্র আদৌ কতটুকু আছে, সেই হিসেব দেবেন কি উনি ?
অন্যদিকে এদিন তাদের যে জায়গা থেকে মিছিল শুরু হয়েছে তা নিয়েও এক প্রকার সন্দেহ দানা বেঁধেছে। সাধারণত বিজেপির যেকোনো মিছিল শহরের পোস্ট অফিস চৌমুহনী, মেলারমাঠ, বিজেপি কার্যালয় কিংবা রবীন্দ্র ভবন থেকে শুরু হয়ে থাকে। আজ অব্দি রাম ঠাকুর সংঘ থেকে এধরণের প্রতিবাদ মিছিল সংগঠিত হয়নি। কিন্তু তৃনমূল কংগ্রেসের পার্টি অফিস এর একেবারে নিকটে রাম ঠাকুর সংঘ। সেখান থেকে বিক্ষোভ দেখানো ও আক্রমন চালানো সহজ হবে, এজন্যেই কি মিছিল এর আহ্বান জানানো হল –এমনটাই সন্দেহ ব্যক্ত করছেন তৃনমূল নেতৃত্বরা। মূল উদ্দেশ্যই কি তবে ছিল এই আক্রমণ ? রাজ্যের চলমান সমস্যাদি এড়িয়ে নতুন ইস্যু কে ঘিরে পরিস্থিতি গরম রাখতেই কি বিজেপির এই নতুন চাল ? প্রশ্ন জনমনে।