খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 12 October 2025 - 01:02 AM
রবিবার, ১২ অক্টোবর ২০২৫ - ০১:০২ পূর্বাহ্ণ

UP Jaunpur Hospital News : রোগী ইসলাম ধর্মাবলম্বী, হিন্দু চিকিৎসক এর নির্দেশে অপারেশান থিয়েটারে নেওয়া হল না প্রসূতি মা কে

UP Jaunpur Hospital News
1 minute read

UP Jaunpur Hospital News : মুসলিম ধর্মাবলম্বী হবার কারণে প্রসব যন্ত্রণায় কাতর এক রোগী কে অপারেশান থিয়েটারে ঢুকতে দিলো না গুণধর এক হিন্দু মহিলা চিকিৎসক। উনি নাকি কোনো মুসলিম রোগী কে চিকিৎসা পরিষেবা দেবেন না। সে যন্ত্রণায় রোগী মারাই যাক না কেন। ভারতীয় সংস্কৃতি যেখানে সেবাই ধর্ম কে মান্যতা দেয় সেখানে কট্টর হিন্দুত্ব বাদী এক মহিলা চিকিৎসক ধর্ম বেছে বেছে সেবা প্রদান করছেন। আর এই নিন্দনীয় ঘটনা আর কোথাও নয়, যোগী আদিত্যনাথ এর রাজ্য উত্তর প্রদেশে।

কট্টর হিন্দুত্ববাদি ঐ অমানবিক মহিলা চিকিৎসক উত্তরপ্রদেশের যৌন পুরের সরকারি হাসপাতালে কর্মরত। জানা যায়, ঐ হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন যৌনপুরের চন্দবকের বাসিন্দা শামা পারভিন । রাত সাড়ে নটা নাগাদ শামার তীব্র প্রসব যন্ত্রণা উঠে। তখন তার স্বামী মোঃ আরমান বিষয় টি হাসপাতালে থাকা নার্স দের গোচরে আনেন। তখন ডিউটি রত সেই মহিলা চিকিৎসক এর কাছে খবর পৌঁছান নার্সেরা।

গুনধর মহিলা চিকিৎসক যেই শুনতে পেলে যে রোগী টি মুসলিম ধর্মাবলম্বী তখনই তিনি স্পষ্ট জানিয়ে দেন, উনি কোনো মুসলিম রোগীর চিকিৎসা করবেন না। উনি যতক্ষণ ওটি তে থাকবেন ততক্ষন যাতে কোনো মুসলিম রোগী কে ভেতরে না নিয়ে যাওয়া হয়। এদিন শামা পারভিন এর মতো আরও এক মুসলিম মহিলা ও প্রসব যন্ত্রণা নিয়ে সেখানে ভর্তি হয়েছিলেন। ঐ ডাক্তার সাহেবা সেই মহিলা কেও চিকিৎসা করান নি।

এই নিয়ে সাংবাদিক দের মুখোমুখি হয়ে শামার স্বামী তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। ওদিকে হাসপাতালের সুপারিন্টেনডেন্ট মহেন্দ্র গুপ্তার বক্তব্য, গোটা ঘটনা নিয়ে ঐ অমানবিক ডাক্তার ও নার্স দের কে শো কজ করা হয়েছে।

কিন্তু , এখানেই কি শেষ ? হিন্দু মুসলিম এর জাতি গত বিভেদ এর বিষ কিভাবে ভারতের কোণায় কোণায় বিস্তৃতি লাভ করছে তা কিন্তু চিন্তার বিষয়। ভারত যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যতায় বিশ্বাসী ছিল, সেখানে আজ উত্তর প্রদেশের মতো একটি সর্ব বৃহৎ রাজ্যে ধর্মের নাম করে একজন মানব সেবায় নিয়োজিত চিকিৎসক যে এহেন কাজ করতে পারে তা ভাবাও দুর্লভ ।

যোগী আদিত্যনাথ এর রাজ্যে এধরণের ঘটনা অবশ্য খুব একটা আশ্চর্যয়ের বিষয় ও নয়। ধর্মের নাম ভিড়িয়ে রাজনীতির ময়দানে টিকে থাকার পন্থা বহু পুরাতন। তবে এর বিরুদ্ধে সজাগ না হতে পারলে আগামী দিন ভয়াবহ হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

For All Latest Updates

ভিডিও