খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 12 October 2025 - 01:02 AM
রবিবার, ১২ অক্টোবর ২০২৫ - ০১:০২ পূর্বাহ্ণ

Laxmi Puja 2025 : গগনচুম্বী দাম, নাভিশ্বাস উঠছে তবু কোজাগরীর আরাধনা কে না করলেই নয়

Laxmi Puja 2025
1 minute read

Laxmi Puja 2025 : দেবী দশভুজার গমন হল। এবার কোজাগরী লক্ষ্মী মায়ের আরাধনার সময়। আগামী ৬ই অক্টোবর সোমবার বেলা সাড়ে ১১ টা নাগাদ তিথি অনুযায়ী দেবীর আরাধনার সময়। তিথি থাকবে পরদিন অব্দি। আজ শনিবার আগরতলা সহ রাজ্যের প্রায় সবকটি বাজারেই কোজাগরীর প্রতিমা নিয়ে পশরা সাজিয়ে বসে পড়েছেন বিক্রেতারা।

বিগত বছরের মতোই এবারেও লক্ষ্মী প্রতিমার দাম কিছুটা বাড়তি। বরং গত বারের তুলনায় এবার আরও বেড়েছে দাম। কাঁচা মাল এর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলেই এই বাড়তি দাম বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। প্রতিমা নির্মাণে ব্যবহৃত মাটি থেকে শুরু করে সব কিছুই ক্রয় করে আনতে হয়। মাটির যেমন দাম, তার সাথে রং, সাজ সজ্জার সামগ্রী সব কিছুরই ব্যাপক দাম। তাই সব মিলিয়ে মূর্তির দাম ও বেড়েছে।

মূল্য বৃদ্ধির এই বাজারে সাশ্রয় করা একেবারেই দুস্কর ব্যাপার। মায়ের প্রতিমার দামই প্রায় ২০০ টাকা থেকে শুরু হচ্ছে। এছাড়া ফল মূল এর দাম রয়েছে আলাদা করে। পুজোর বাজারে সব কিছুরই মূল্য বাড়তি। এই সব কিছুর মাঝেও আজ শনিবারে বহু ক্রেতা কে দেখা গেল কোজাগরী কে বাড়ি নিয়ে যেতে। যদিও একটা অংশ বিশ্বাস করেন যে শনিবারে নাকি মা লক্ষ্মী কে ঘরে তুলতে নেই । তাই বেশিরভাগই আগামী কাল অর্থাৎ রবিবারে মা কে ঘরে তুলবেন। সেই অনুযায়ী বিক্রেতারা ও বলেছেন যে আগামীকালই মূল বাজার জমে উঠবে।

তাছাড়া আজ আগরতলা শহর জুড়ে কার্নিভ্যাল এর আনন্দে মাতোয়ারা সকলেই। আগামীকাল থেকেই পুরো দমে কোজাগরী লক্ষ্মী পুজোর আনন্দে মেতে উঠবে সকলে। পরশু সূর্যোদয় এর সাথে সাথেই শুরু হয়ে যাবে জোরদার প্রস্তুতি।
এই সব কিছুর মধ্যে দিয়েই এবছরের কোজাগরী আরাধনা সাঙ্গ হয়ে যাবে।

For All Latest Updates

ভিডিও