খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 12 October 2025 - 01:00 AM
রবিবার, ১২ অক্টোবর ২০২৫ - ০১:০০ পূর্বাহ্ণ

Carnival Traffic Rules : আগরতলায় ৪ঠা অক্টোবর আয়োজিত হচ্ছে মায়ের গমন অনুষ্ঠান কার্নিভ্যাল , প্রকাশ করা হল ট্র্যাফিক বিধি নিষেধ

Carnival Traffic Rules
1 minute read

Carnival Traffic Rules : আগামীকাল অর্থাৎ ৪ঠা অক্টোবর আগরতলা শহরের প্রাণকেন্দ্রে তুলসীবতি স্কুল প্রাঙ্গনে আয়োজিত হতে যাচ্ছে মায়ের গমন অনুষ্ঠান তথা কার্নিভ্যাল ২০২৫। বিগত কয়েক বছর যাবত রাজ্য সরকার ও আগরতলা পুরো নিগম এই কার্নিভ্যাল এর আয়োজন করে আসছে। এবারেও তার ভিন্ন হয়।

কার্নিভ্যাল এর আয়োজন কে কেন্দ্র করে জোরদার ভাবে চলছে প্রস্তুতি। পাশপাশি পশ্চিম জেলার পুলিশ সুপার থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকেরা দফায় দফায় এই কার্নিভ্যাল কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন।

এরই মধ্যে কার্নিভ্যাল কে কেন্দ্র করে আগামীকাল শহরে ট্র্যাফিক ব্যবস্থা কীরকম হবে সেই নিয়ে জারি হয়েছে নির্দেশিকা। ট্র্যাফিক দপ্তর থেকে সমস্ত বিধি নিষেধ নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে বলা হয়েছে, আগামীকাল ২টা থেকেই নো এন্ট্রি চালু হচ্ছে। নাগেরজলা, বটতলা, দশমীঘাট, জয়পুর , আগন্তুক ক্লাব, জয়নগর অফিস লেন, ফায়ার সার্ভিস চৌমুহনী, আইজিএম চৌমুহনী, বিরেন্দ্র ক্লাব, গান্ধী ঘাট, আইজিএম হাসপাতাল , আরএমএস চৌমুহনী, মধ্যপারা রোড, ওরিয়েন্ট চৌমুহনী, জেকশান গেইট, গোল বাজার, লাল মাটিয়া ক্রসিং, নেতাজী চৌমুহনী, ওল্ড মোটর স্ট্যান্ড , গনরাজ চৌমুহনী, মহিলা কলেজ, টাউন হল, রবীন্দ্র ভবন, বিকে চৌমুহনী – এই রাস্তা গুলিতে নো এন্ট্রি থাকবে।

এছাড়া পারকিং জোন হিসেবে নির্বাচিত করে রাখা হয়েছে-
• উজ্জয়ন্ত প্রাসাদ কম্পাউন্ড / শিশু উদ্যান { ভিআইপি দের জন্যে }
• আইজিএম চৌমুহনী – আরএমএস চৌমুহনী –ওরিয়েন্ট চৌমুহনী – জেকশান গেইট বক্স কালভার্ট
• বটতলা টিআরটিসি কমপ্লেক্স , ফ্লাই ওভার আন্ডার পিলার ৩৮-৪২ অব্দি
• পূর্ব আগরতলা থানার পেছনের দিক থেকে মহানামাঙ্গন অব্দি
• গান্ধী ঘাট থেকে রাম কৃষ্ণ মিশন , গাঙ্গাইল রোড
• উমাকান্ত স্কুল মাঠ

এছাড়াও যে সমস্ত পথ যান চলাচল এর জন্যে উন্মুক্ত রাখা হয়েছে সেই নিয়েও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
আর এই সব ক্ষেত্রেই নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করে রাখার ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ সুপারার জানিয়েছেন যে বিগত বছরে মায়ের গমন অনুষ্ঠানে যে পরিমাণ জনসমাগম হয়েছিল তাতে এবছর সেই সমাগম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর তাই নিরাপত্তা ও জোরদার করার দিকে নজর দাড়ি বাড়ানো হয়েছে।

For All Latest Updates

ভিডিও