ADV Raghunath Mukherjee : কখনো সামাজিক মাধ্যমে নিজের লেখালেখি নিয়ে বিতর্কিত, কখনো বা নিজের প্রতিবাদী ভাষা নিয়ে সমালোচিত। এটুকু পর্যন্ত মানা গেলেও, জমি সংক্রান্ত বিষয় নিয়ে মাফিয়া গিরি মানতে পারা গেল না। অবশেষে জমি জবরদখলিকরণ এর অভিযোগ এনে আইনজীবী রঘুনাথ মুখার্জির বিরুদ্ধে থানায় গড়ালো মামলা।
প্রসঙ্গত শ্রীনগর থানা অন্তর্গত মলয়নগর বাইপাস চক্রবর্তী পাড়া এলাকায় রবিবার দুপুরে প্রদিপ ঘোষ নামক এক ব্যক্তির জায়গা জোরপূর্বক দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে অ্যাডভোকেট রঘুনাথ মুখার্জী এবং তার স্ত্রীর বিরুদ্ধে ।
এই ঘটনায় এলাকাবাসী ও উক্ত আইনজীবী ও তার স্ত্রী কেই দোষারোপ করছেন। জমি দখল করার চেষ্টা হচ্ছে এই অভিযোগ নিয়ে শ্রী নগর থানায় বিষয়টি জানান জমি মালিক প্রদীপ ঘোষ ও এলাকাবাসী। এরপর পুলিশ ঘটনা স্থলে এসে উভয় পক্ষ কে বিষয়টি আলচনার মধ্যে দিয়ে মীমাংসা করে নেবার পরামর্শ দেন। সেখানেই বিবাদ টি মিটেও যায়।
কিন্তু পরক্ষনেই সামাজিক মাধ্যমে আইনজীবী রঘুনাথ মুখার্জি বেশ কয়েকজনের নাম ধান দিয়ে অভিযোগ এর তীর ছুড়ে দেন। উনি দাবি করেন যে উনার ন্যায্য জমি তে উনার স্ত্রী বেড়া দিতে গেলে নাকি প্রদীপ ঘোষ ও এলাকাবাসী মিলে তাদের কে বাঁধা দেবার চেষ্টা করে এবং প্রদীপ ঘোষ নাকি উনার স্ত্রী কে প্রকাশ্যে শ্লীলতাহানি করার হুমকি দেয়।
এই সমস্ত লেখা সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই এবার প্রদীপ ঘোষ ও এলাকাবাসী মিলে সঙ্গবদ্ধ ভাবে আইনজীবী ও তার স্ত্রীর বিরুদ্ধে শ্রী নগর থানার দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেছেন। তাদের দাবী এই উক্তি গুলো সম্পূর্ণ ভাবে মিথ্যে এবং আইনজীবী রঘুনাথ নাকি বিভিন্ন সময় জমি সংক্রান্ত বিষয় নিয়ে মানুষ কে ঠকান। তাছাড়া মদমত্ত অবস্থায় উনি সামাজিক মাধ্যমে যা নয় তাই লিখে থাকেন, এমনটাও অভিযোগ করেছেন প্রদীপ ঘোষ।
উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করলেও আসল সত্যতা কি সে নিয়ে কোনো বিবৃতি প্রকাশ্যে আসেনি। এই ঘটনার জেরে এবার আইন কোন দিকে এগোবে সেদিকেই তাকিয়ে আছেন প্রদীপ ঘোষ ও এলাকাবাসী।