খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 10:18 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ১০:১৮ অপরাহ্ণ

Swapna Foundatiob Agartala : নেশাগ্রস্তদের নেশামুক্ত করে পরিবারের কাছে ফেরালো স্বপ্না ফাউন্ডেশন

Swapna Foundatiob Agartala
1 minute read

Swapna Foundatiob Agartala : নেশার কড়াল গ্রাসে যখন আস্টেপিস্টে জড়িয়ে পরছে যুব সমাজ, তখন এই যুবাদেরই একটা অংশ সেই নেশার হাত থেকে নেশাগ্রস্ত দের বাঁচিয়ে আনতে নিত্যদিন কঠোর পরিশ্রম করে চলেছে। এমনই একটি সামাজিক দায়বদ্ধতার ছবি তুলে ধরছে শহর আগরতলার অভয়নগর স্থিত স্বপ্না ফাউন্ডেশন।

আজ আগরতলার অভয়নগরের নেশা মুক্তি কেন্দ্র স্বপ্না ফাউন্ডেশনের পক্ষ থেকে নেশাগ্রস্ত ব্যক্তিদের সুস্থ করে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। স্বপ্ন ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রায় তিন বছর ধরে এর সংগঠন চালানো হচ্ছে। ৩০০ এর উপরে নেশাগ্রস্ত যুবককে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে পরিবারের কাছে তুলে দিয়েছেন সংগঠনের সদস্য তথা প্রতিষ্ঠাতা তথা সভাপতি শুভম বিশ্বাস।

শনিবার পঞ্চমীর শুভ মুহুর্তে এক কর্মসূচির মধ্য দিয়ে এই কাজ সম্পন্ন অরা হলো। এদিনের কর্মসূচি তে আমন্ত্রিত ছিলেন সদর জেলা প্রশাসক ডঃ বিশাল কুমার, যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। স্বপ্না ফাউন্ডেশন এর এই অভূতপূর্ব সাফল্যকে সকলেই কুর্ণিশ জানিয়েছেন এবং আগামী দিনে এভাবেই যারা তারি তাদের উদ্দেশ্য কে সাফল্য মন্ডিত করে মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন কে বাস্তবায়নের পথে চালিত করতে পারেন সেই আহ্বান জানিয়েছেন উপস্থিত অতিথিরা।

সাংবাদিক দের মুখোমুখি হয়ে স্বপ্না ফাউন্ডেশানের কর্ণধার শুভম বিশ্বাস আরও জানান, রাজ্যের বহু যুবারা বর্তমান সময়ে জানতে অজান্তে নেশার কবলে ডুবে যাচ্ছে। তাদের অনেকেই আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে ও চাইছে। কিন্তু অর্থের অভাবে তারা সেই চিকিৎসা পরিষেবা নিতে পারছে না। স্বপ্না ফাউন্ডেশান সেই যুবাদের কে ও বিনামূল্যে চিকিৎসা করায় এবং তাদের কে সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে যেতে সহযোগিতা করে। তাই যারাই নেশার হাত ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তারা যাতে স্বপ্না ফাউন্ডেশান এর সাথে যোগাযোগ করেন। অন্যথা যদি আমাদের আশাপাশের যারাই এধরণের কেউকে দেখতে পান তবে তারাও এই সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন।

বলা বাহুল্য, বর্তমান সময়ে দাঁড়িয়ে এক দল দুষ্ট ও সমাজ বিরোধীরা যে নেশার রমরমা বানিজ্য চালিয়ে সমাজ কে নষ্ট করতে চাইছে। তাদের পরিকল্পনা কে ভেস্তে দিয়ে আবারো সমাজ ব্যবস্থা কে পুনরুদ্ধার করতে স্বপ্না ফাউন্ডেশান নামক এই সংস্থা যেভাবে কাজ করে চলেছে তা অত্যন্ত সাধুবাদ প্রাপ্য। আগামী দিনেও এভাবেই তারা মানুষের পাশে দাঁড়াবেন এমনটাই আশাবাদী সকলে।

For All Latest Updates

ভিডিও